Scores

শ্রীলঙ্কা সিরিজে টাইগারদের সঙ্গী হচ্ছেন ওয়াসিম জাফর

আসন্ন শ্রীলঙ্কা সফরে টাইগারদের ব্যাটিং কোচ নীল ম্যাকেঞ্জির থাকছেন না দলের সাথে। তার অনুপস্থিতিতে ব্যাটিং উপদেষ্টা হিসেবে এই দায়িত্ব সামলাবেন ওয়াসিম জাফর। 

বিশ্বকাপের পরপরই দুই পক্ষের সমঝোতায় বাংলাদেশের কোচের দায়িত্ব ছাড়েন স্টিভ রোডস। অবশ্য শ্রীলঙ্কা সফরে তাকে থেকে যাওয়ার সুযোগ দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সে সুযোগ নেননি ইংলিশম্যান।

Also Read - নিউজিল্যান্ডে সবচেয়ে ‘ঘৃণিত’ স্টোকসের বাবা!


টাইগারদের অন্যতম সফল ব্যাটিং কোচ ম্যাকেঞ্জি। তার সময়ে বাংলাদেশের ব্যাটিং বিভাগে লক্ষণীয় উন্নতি হয়েছে। আসন্ন শ্রীলঙ্কা সফরে থাকবেন না তিনি। তবে প্রধান কোচ রোডসের মতো তিনি বিদায় নেননি। এই সিরিজে ছুটির কারণে অনুপস্থিত থাকবেন দক্ষিণ আফ্রিকান কোচ।

তার পরিবর্তে ব্যাটিং পরামর্শকের দায়িত্ব পালন করবেন ভারতের ওয়াসিম জাফর। সাবেক ভারতীয় এই ক্রিকেটারের বাংলাদেশের কোচ হয়ে আসার গুঞ্জন শোনা গিয়েছিল এই বছরের ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ (ডিপিএল) চলার সময়ে। চ্যাম্পিয়ন ক্লাব আবাহনী লিমিটেডের হয়ে খেলতে এসেছিলেন তিনি। আবাহনীর কোচও ছিলেন সুজন।

গত মে মাসেই জাফরকে বাংলাদেশের হাইপারফরম্যান্স ইউনিটের (এইচপি) কোচ করে আনা হয়েছিল। এবার জাতীয় দলের সাথেই কাজ করবেন এই ভারতীয়। অবশ্য এইচপি’র কোচ করার চুক্তির সময়েই বলা হয়েছিল প্রয়োজনে অনূর্ধ্ব ১৯ কিংবা জাতীয় দলের সাথেও কাজ করবেন তিনি।

এছাড়া, রোডস চলে যাওয়ায় দলের ম্যানেজার সুজনকে শ্রীলঙ্কা সফরে অস্থায়ী প্রধান কোচের দায়িত্ব দেয়া হয়েছে। সেই সাথে বোলিং কোচের দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কান চম্পাকা।

কিছুদিন আগে সুজন এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, বারবার অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব পালন করতে চান না তিনি। তবে বোর্ড যদি চায় তাহলে বিবেচনা করে দেখবেন। তিনি আরও জানিয়েছিলেন, যদি লম্বা সময়ের জন্য দায়িত্ব পান তবেই জাতীয় দলের কোচ হতে চান।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

৭৫-৮০টি ওয়ানডে শতক পাবেন কোহলি!

এইচপি একাডেমীর ব্যাটিং কোচ হলেন ওয়াসিম জাফর

সৌম্যকে যেভাবে সাহায্য করেছেন জাফর

ওয়াসিম জাফরের পরামর্শ কাজে লাগানোর প্রত্যাশা

টেস্ট ব্যাটিং কোচ হওয়ার দৌড়ে জাফর একা নন