Scores

শ্রীলঙ্কা সিরিজে তিনে ব্যাট করবেন কে?

শ্রীলঙ্কা সিরিজে ওপেনিংয়ে তামিম সঙ্গী ও তিনে ব্যাট করবেন কে? এই প্রশ্ন থেকেই যায়। তবে আসন্ন সিরিজে কে করবেন এই পজিশনগুলোতে সেগুলোর উত্তর পরিস্কারভাবে দেননি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। সিদ্ধান্ত প্রতিপক্ষের বোলার ও টিম ম্যানেজমেন্টের উপর ছেড়ে দিয়েছেন তিনি।

একটা সময় বাংলাদেশের ব্যাটিং লাইনআপে বড় সমস্যা ছিল তিন নম্বর পজিশন। সাকিব এসে সে সমস্যার সমাধান করে দিয়েছেন। পাঁচ থেকে উঠে এসে তিনে নিজেকে বেশ ভালোভাবেই প্রমাণ করেছেন সাকিব। এই পজিশনে বিশ্বকাপে ধারাবাহিক পারফরম্যান্স করেছেন এ বাঁহাতি ব্যাটসম্যান। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৪ সদস্যর দল ঘোষণা করা হয়েছে।

Also Read - বাংলাদেশের কাছ থেকেই সফলতার মূলমন্ত্র পেয়েছিলেন স্টোকস


ছুটিতে রয়েছেন সাকিব। বিয়ের জন্য এই সিরিজ খেলবেন না লিটন। তাই তো ডাক পেয়েছেন এনামুল হক। যদিও ওপেনিং ছাড়া কখনো ওয়ানডেতে তিনে খেলেননি এনামুল। তাই তামিমের সঙ্গী হিসেবে এনামুল থাকার সম্ভবনা অনেকটাই। অন্যদিকে তিনে ব্যাট করার অভিজ্ঞতা রয়েছে আরেক ওপেনার সৌম্য সরকারের। এছাড়াও স্কোয়াডে রয়েছেন মোহাম্মদ মিঠুনও। তবে বিষয়টি এখনই পরিস্কার করেননি মিনহাজুল আবেদিন।

“কে তিনে খেলবে, সেটি এখনই নির্দিষ্ট করে বলতে পারছি না। পরিস্থিতি, কন্ডিশন, প্রতিপক্ষের বোলিং লাইন আপ বুঝে টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে কাকে তিনে খেলাবে বা কাকে ওপেনিংয়ে নামানো হবে। তবে আমরা এখানে বিকল্প হিসেবে সৌম্য, এনামুল আর মিঠুনকে রেখেছি। বিশ্বকাপে লিটন যেমন একটু নিচে খেলল। এ সিরিজেও হতে পারে কাউকে তার নিয়মিত ব্যাটিংয়ের জায়গা বদলে খেলতে হচ্ছে।”


শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলতে আগামী ২০ তারিখ দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশের।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশের দল ঘোষণা

দলের সঙ্গে যাচ্ছেন না সাব্বিরসহ চার ক্রিকেটার

ব্যাটিং অর্ডার পরিবর্তনে সফল বিজয়-মিরাজ।

‘ভালো লাগছে, এই তো!’

ব্যর্থ বিজয়, সাকিব-তামিমে প্রতিরোধ