Scores

শ্রীলঙ্কা সিরিজ কঠিন হবে, তবে…

শ্রীলঙ্কার বিপক্ষে কদিন পরেই তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে মাঠে নামছে বাংলাদেশ। এ সিরিজে খেলেননি বিশ্বকাপে স্কোয়াডে থাকা বেশ কয়েকজন ক্রিকেটার। তাদের জন্য বড় সুযোগ দেখছেন দলের অন্তর্বর্তীকালীন কোচ খালেদ মাহমুদ। এছাড়াও এ সিরিজটি কঠিন হবে বলছেন তিনি।

হ্যামস্ট্রিং চোটের কারণে শেষ মুহূর্তে দল থেকে ছিটকে পড়েছেন মাশরাফি মুর্তজা। যার কারণে শ্রীলঙ্কা সিরিজ খেলতে পারবনে না মাশরাফি। বিশ্বকাপের পরই ছুটি চেয়েছিলেন সাকিব আল হাসার। তার পরিবর্তে দলে ঢুকেছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। অন্যদিকে ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছেন লিটন কুমার দাস। তার পরিবর্তে দীর্ঘ এক বছর পর দলে এসেছেন এনামুল হক বিজয়।

Also Read - সাকিবের অনুপস্থিতি নিয়ে ভাবতে 'মানা'


লিটন, সাকিব, মাশরাফিদের পরিবর্তে যারা দলে ঢুকেছেন তাদের জন্য বড় পরীক্ষা এ সিরিজ। খালেদ মাহমুদ তাদের জন্য এটি বড় সুযোগ হিসেবে দেখছেন। এছাড়াও এ সিরিজটি মোটেও সহজ হবে বাংলাদেশের জন্য সেটিও জানিয়ে রাখলেন তিনি। তবে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে ভালো করা সম্ভব মনে করছেন তিনি।

“অবশ্যই কঠিন। শ্রীলঙ্কার সাথে যেকোন সিরিজ খেলাই কঠিন। আমাদের অনেক ক্রিকেটারই এই সিরিজে নেই। এদের পরিবর্তে যারা দলে এসেছে তাদের জন্য বড় সুযোগ এটি। আমাদের দল অনুযায়ী ভালো খেলার সামর্থ্য অবশ্যই রয়েছে। যদি আমাদের পরিকল্পনাগুলো মাঠে বাস্তবায়ন করতে পারি তাহলে সহজই হবে।”

ইংল্যান্ডে দীর্ঘ সময় ধরে ছিল বাংলাদেশ। বিশ্বকাপ মিশন শেষ করে আবার শ্রীলঙ্কার মাটিতে তাদের বিপক্ষে সিরিজ। এক কন্ডিশন থেকে হুট করে অন্য কন্ডিশনে গিয়ে ভালো করা মোটেও সহজ নয় যেকোন দলের জন্য। তবে দুদিন আগে শ্রীলঙ্কায় আসা এবং প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে সহযোগিতা করবে বলছেন সুজন।

“কন্ডিশন অবশ্যই একটু চ্যালেঞ্জ হবে। কারণ আমরা ইংল্যান্ড থেকে বিশ্বকাপ খেলে এসেছি। নতুন কন্ডিশন এখানে। তবে তামিম যেটা বলল আমাদের অনুশীলন, তারপর প্রস্তুতি ম্যাচ রয়েছে যেটা কিনা সাহায্য করবে। আমার মনে হয় যথেষ্ট প্রস্তুতি নিয়েই আমরা মাঠে নামতে পারব।”

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

খেলা বন্ধের ‘অসচরাচর’ ৬ কারণ

শনিবার থেকে পুনরায় শুরু ক্রিকেট, সরাসরি দেখা যাবে ফেসবুকে

করোনাকে বিশ্বকাপের সাথে তুলনা করলেন শাস্ত্রী

বাংলাদেশ একাদশে ‘৩’ পরিবর্তন; হাসান মাহমুদের অভিষেক

বাবা হলেন জিম্বাবুয়ের নিয়মিত অধিনায়ক