Scores

শ্রীলঙ্কা সেমিফাইনালে খেলবে: স্টিভ ওয়াহ

বিশ্বকাপের সেমিফাইনালের লাইনআপ নিয়ে অদ্ভুত প্রেডিকশন করেছেন সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক স্টিভ ওয়াহ। অস্ট্রেলিয়ান এই কিংবদন্তীর সেমিফাইনালের লাইনআপে রয়েছে শ্রীলঙ্কা!

শ্রীলঙ্কা সেমিফাইনালে খেলবে স্টিভ ওয়াহ

এখন পর্যন্ত আসরে ৫ ম্যাচ খেলে শ্রীলঙ্কা জয় পেয়েছে মাত্র ১টি ম্যাচে। বৃষ্টিতে ভেসে যাওয়া ২টি ম্যাচের সুবাদে পেয়েছে ২টি পয়েন্ট। ৪ পয়েন্ট নিয়ে দলটি আছে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে। তার আগের অবস্থানে বাংলাদেশ, ৫ পয়েন্ট নিয়ে।

Also Read - সাকিব-লিটনের একত্রে জ্বলে উঠার ৫ ঘটনা


অথচ সেই শ্রীলঙ্কাকেই সেমিফাইনালে দেখছেন ওয়াহ। তার মতে, বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষ চারে থাকা দলগুলোর মধ্যে স্বাগতিক ইংল্যান্ড, ভারত অস্ট্রেলিয়া যাবে শেষ চারে। বাদ পড়বে নিউজিল্যান্ড, আর জায়গা করে নেবে শ্রীলঙ্কা।

যদিও শ্রীলঙ্কার বাকি ৪ ম্যাচ ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, উইন্ডিজ ও ভারতের মত শক্তিশালী দলের বিপক্ষে। শ্রীলঙ্কার পক্ষে বাজি ধরা ওয়াহ যুক্তি দেখিয়েছেন, শ্রীলঙ্কা অস্ট্রেলিয়ার পেস আক্রমণকে সামলে প্রথম ১৫ ওভার যেভাবে ব্যাট করেছে, এটা তাদের জন্য ইতিবাচক দিক।’

একনজরে বিশ্বকাপের পয়েন্ট টেবিল (বাংলাদেশ-উইন্ডিজ ম্যাচ পর্যন্ত)

দল ম্যাচ জয় পরাজয় ফলহীন পয়েন্ট
১. অস্ট্রেলিয়া
২. নিউজিল্যান্ড
৩. ভারত
৪. ইংল্যান্ড
৫. বাংলাদেশ
৬. শ্রীলঙ্কা
৭. উইন্ডিজ
৮. দক্ষিণ আফ্রিকা
৯. পাকিস্তান
১০. আফগানিস্তান

 

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

আইসিসিকে নিশামের খোঁচা

সুপার ওভারের নিয়মে পরিবর্তন আনল আইসিসি

বিশ্বকাপ-ফাইনালের বিতর্কিত নিয়ম ‘চলবে না’ বিগ ব্যাশে!

ড্রেসিংরুমের ভেতরের কথা বাইরে না যাওয়াই ভালো: মুশফিক

উইলিয়ামসনের সেই রান আউট হাতছাড়া নিয়ে মুখ খুললেন মুশফিক