Scores

সতের বছর পর ওয়ানডে ফিরছে ‘গল’ এ

ষোল বছর পর শ্রীলংকা এর বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য সবকিছু চূড়ান্ত করেছে জিম্বাবুয়ে। শেষবার এই দুই দলের মধ্যে দুই ওয়ানডে আর তিন টেস্ট এর সিরিজ হয়েছিল ২০০১ এর ডিসেম্বর-২০০২ এর জানুয়ারি পর্যন্ত।

 গল স্টেডিয়াম
গল স্টেডিয়াম

৩০ জুন থেকে শুরু হওয়া পাঁচ ওয়ানডে ও এক টেস্ট ম্যাচের এ সিরিজের ম্যাচগুলো হবে গল, কলম্বো ও হাম্বানটোটায়।

প্রায় ১৭ বছর পর কোন ওয়ানডে আয়োজন করতে যাচ্ছে গল আন্তর্জাতিক স্টেডিয়াম। এ পর্যন্ত সাত ওয়ানডের সুবাস পেয়েছে গল এর ঘাসগুলো। শেষবার গল ওয়ানডের দেখা পেয়েছিল ত্রিদেশীয় সিরিজে ২০০০ সালে স্বাগতিকদের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা এর ম্যাচে। ৩৭ রানে জিতেছিল স্বাগতিকরা। এবারের সিরিজের প্রথম দুই ওয়ানডে হবে এই ভেন্যুতে।

Also Read - ইনজুরি কাটিয়ে নেটে ফিরেছেন আমির


ক্রিকইনফো এর মতে জিম্বাবুয়ের মত খর্বশক্তির দলের জন্য এটাই আদর্শ ভেন্যু। আর্থিকভাবে দিবা রাত্রির ম্যাচ আয়োজন অনেক খরচ সাপেক্ষ। এছাড়া মার্কেটিং এডভান্টেজ এর জন্যও স্টেডিয়ামের আকারও একটা বিষয়।

হাম্বানটোটায় শেষবার আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল দুই বছর আগে। বাকি ওয়ানডেগুলো এখানেই আয়োজন করা হবে। আর কলম্বো এর প্রেমাদাসায় শেষ টেস্ট হয়েছিল ২০১৩ সালে বাংলাদেশ ও লংকানদের মধ্যে।

  • রাইয়ান কবির, প্রতিবেদক, বিডিক্রিকটাইম
নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

সাঙ্গাকারাকে পাবার আকুতি ম্যাথিউসের

ভারতের বিরুদ্ধে ম্যাচে শ্রীলংকা দলে ফিরছেন ম্যাথিউস

অরবিন্দ ডি সিলভার আকস্মিক পদত্যাগ

শ্রীলঙ্কা দলে যোগ দিচ্ছেন ডোনাল্ড

চ্যাম্পিয়ন্স ট্রফির শ্রীলঙ্কা দলে ফিরলেন ম্যাথিউস, মালিঙ্গা