Scores

“সত্যি কথা, আমি ভেঙে পড়িনি”

২০১৫ বিশ্বকাপের পর আরেকটি বিশ্বকাপের সূচি প্রকাশিত হয়ে গেছে। সর্বশেষ বিশ্বকাপের কথা বেশ ভালো করেই মনে থাকবে পেসার রুবেল হোসেনের। বিশ্বকাপ শুরুর ঠিক আগ মুহূর্তে বিতর্কিত ইস্যুতে জেল-জরিমানা পর্যন্ত হয়েছিল খ্যাতিমান ক্রিকেটারের।

রুবেলের জন্ডিসের শঙ্কা

সেই ধাক্কা সামলে বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের হয়ে দুর্দান্ত ছিল তার পারফরমেন্স। সবকিছু পেছনে ফেলে রুবেল এখন সুখেই আছেন তার পরিবার-পরিজন নিয়ে।

Also Read - রুবেলের চোখে টেস্টে পেসারদের দুর্বলতার কারণ


রুবেল জানিয়েছেন, ঐ বাজে সময়ে একটুও ভেঙে পড়েননি তিনি। আবার নিজেকে শুধরে এখনকার রুবেল অনেক পরিবর্তিত- জানিয়েছেন এও। দৈনিক মানবজমিনের সাথে আলাপকালে রুবেল বলেন, ‘এটি ঠিক সেই সময় আমার উপর দিয়ে অনেক ঝড় গেছে। কিন্তু সত্যি কথা আমি ভেঙে পরিনি। এখন অনেকটা বছর চলে গেছে, আমার মধ্যেও অনেক পরিবর্তন এসেছে। আশা করি সামনের বিশ্বকাপ আসরে সুযোগ পেলে একইভাবে ভালো কিছু উপহার দিতে পারবো।’

তবে বিশ্বকাপের আগে রুবেল বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন আসন্ন সিরিজ ও ঘরোয়া আসরগুলোকে, যেখানে তিনি প্রমাণ রাখতে চান নিজের সামর্থ্যের। তিনি বলেন, ‘তার আগে আমার সামনে বড় চ্যালেঞ্জ সামনে থাকা সিরিজগুলো। আফগানিস্তানে সফর আছে, ওয়েস্ট ইন্ডিজে যাবে দল, এরপর বিপিএল, আবার জিম্বাবুয়ে আসবে। এখন বিশ্বকাপের আগে এ সিরিজগুলোতে আমাকে ভালো করতে হবে, ফিট থাকতে হবে। এ সময়ের চ্যালেঞ্জটা যদি নিতে পারি তাহলে বিশ্বকাপে সুযোগ আসবে।’

জীবনের দুঃসময়ে তিনি পেয়েছেন পরিবারের সমর্থন। তাদের প্রতি পরোক্ষভাবে জানালেন কৃতজ্ঞতাও। দুই বছর আগে বিয়ে করে এখন সুখের সাথেই সংসার করছেন রুবেল, ‘আমি দুই বছর হলো বিয়ে করেছি। আমি এখন অনেক ভালো আছি। আমার সংসারও অনেক সুখের। আমার স্ত্রী আমাকে প্রতি মুহূর্তে সাপোর্ট করে যেন আমি আরো এগিয়ে যাই। এ ছাড়াও আমার বাবা-মাও আগের মতোই আমার পাশে আছেন। সব সময় তাদের দোয়া ও সমর্থন পাচ্ছি।’

আরও পড়ুনঃ অষ্ট্রেলিয়ার সাথে ত্রিদেশীয় সিরিজ বয়কটের হুমকি!

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

আইসিসিকে নিশামের খোঁচা

সুপার ওভারের নিয়মে পরিবর্তন আনল আইসিসি

বিশ্বকাপ-ফাইনালের বিতর্কিত নিয়ম ‘চলবে না’ বিগ ব্যাশে!

ড্রেসিংরুমের ভেতরের কথা বাইরে না যাওয়াই ভালো: মুশফিক

উইলিয়ামসনের সেই রান আউট হাতছাড়া নিয়ে মুখ খুললেন মুশফিক