সন্তানদের নিয়ে বিসিবিতে শহীদের স্ত্রী
নারীঘটিত সমস্যা বাংলাদেশ ক্রিকেটে এই প্রথম নয়, গত দুই বছরে চার ক্রিকেটারদের উপর অভিযোগ আনা হয়েছে। নারীঘটিত অভিযোগ বাদেও রয়েছে ক্রিকেটারের শিশু নির্যাতনের ঘটনা। তবে নতুন করে এই তালিকায় যোগ হয়েছেন বাংলাদেশ দলের পেসার মোহাম্মদ শহীদ। তাঁর উপর অভিযোগ এনেছেন তাঁর সহধর্মিণী ফারজানা আক্তার।
বেশ কয়েকদিন আগে শহীদের বিরুদ্ধে অভিযোগ আনে তাঁর স্ত্রী ফারজানা। নিজেদের সমস্যা পারিবারিকভাবে সমাধান না করতে পেরে আজ বিসিবির কার্যালয়ে তাঁর দুই সন্তানকে নিয়ে হাজির হন ফারজানা। মিডিয়ার কাছে শহীদের ব্যাপারে খোলাখুলি কিছু না বললেও তিনি সমঝোতা চান তা বুঝা গিয়েছে।
Also Read - ঢাকার দলে আরো একজন ওয়েস্ট ইন্ডিয়ানজানা যায় ২০১১ সালে দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয় পেসার মোহাম্মদ শহীদ ও ফারজানা আক্তারের। বিয়ের কয়েকবছর সংসার সুখের কাটলেও জাতীয় দলে শহীদের অভিষেকের পর তা আর দীর্ঘায়িত হয়নি জানা যায়। ফারজানার ভাষ্য মতে ২০১৫ সালে জাতীয় দলে সুযোগ পাওয়ার পরেই বদলে যান পেসার। ফারজানা বলেন,
“আমি আমার অভিযোগগুলো লিখিত দিয়েছি। যেটা হয়েছে, তার সব ওনাদের বিসিবির কাছে জানানো হয়েছে। ওনারা বলেছেন, তাঁর বাবাকে (শহীদ) ডেকে সমস্যার সমাধান করে দেবেন। যদি সমাধান না হয়, বিচার না হয়, আমি বলব। ওনারা আশ্বাস দিয়েছেন দ্রুত সমাধান হয়ে যাবে।”