Scores

সন্তান আগমনের অপেক্ষা, ছুটিতে রুবেল

একইসাথে উদ্বেগ-উৎকণ্ঠা ও আনন্দময় সময় পার করছেন রুবেল হোসেন। জাতীয় দলের এই তারকা পেসার প্রথমবারের মত বাবা হবেন। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের শেষদিকেই তার ঘর আলো করে আসবে প্রথম সন্তান। 

সন্তান আগমনের অপেক্ষা, ছুটি নিচ্ছেন রুবেল
রুবেল ও তার স্ত্রী। ছবি: টুইটার

আর এই গুরুত্বপূর্ণ সময়ে প্রিয়তমা স্ত্রীর পাশে থাকতে বোর্ডের কাছ থেকে ৩-৪ দিনের ছুটি নিয়েছেন রুবেল।

সন্তান জন্মদানের সময় কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয় সব মায়েদের। স্ত্রীর কঠিন সময়ে রুবেলের পাশে থাকা চাই। তাই কন্ডিশনিং ক্যাম্প ও প্রস্তুতি ম্যাচের ব্যস্ততা থেকে একটু সময় বের করে নিতে রুবেল নিয়েছেন ছুটি।

Also Read - আঘাত পাওয়ার পরপরই হিউজের কথা মনে পড়ছিল স্মিথের


জানা গেছে, আগামী ৩০ অথবা ৩১ আগস্টই রুবেলের অনাগত সন্তান ভূমিষ্ঠের প্রত্যাশা করা হচ্ছে।

২০১৬ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন রুবেল ও তার স্ত্রী ইশরাত জাহান দোলা। গত ১০ আগস্ট এক টুইট বার্তায় রুবেল নিজেই জানান এই শুভ সংবাদ। এর পর থেকেই তার সাথে ক্রিকেট পাড়ার প্রতীক্ষা- জুনিয়র রুবেলকে দেখার।

আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট ও বাংলাদেশ-আফগানিস্তান-জিম্বাবুয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। বুধবার (২৮ আগস্ট) শেষ হয়েছে কন্ডিশনিং ক্যাম্প। ২৯ আগস্ট বিশ্রামের পর ৩০ ও ৩১ আগস্ট নিজেদের মধ্যে দুই দলে বিভক্ত হয়ে দুইদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন ক্রিকেটাররা।

এরপর আগামী ১ সেপ্টেম্বর চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করবে দল। আগামী ৫ সেপ্টেম্বর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে আফগানদের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচটি।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

বাবা হলেন রুবেল হোসেন

অবশেষে স্ত্রীকে সামনে আনলেন রুবেল