Scores

সপরিবারে করোনামুক্ত নাফিস ইকবাল

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার নাফিস ইকবাল করোনা নেগেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। দীর্ঘদিন করোনা আক্রান্ত থাকার পর তার দ্বিতীয় নমুনা পরীক্ষায় ছোঁয়াচে ভাইরাসের উপস্থিতি মেলেনি।

সপরিবারে করোনামুক্ত হওয়ার খবর বিডিক্রিকটাইমকে নিশ্চিত করেছেন নাফিস নিজেই।

Also Read - সরে দাঁড়ালেন শশাঙ্ক মনোহর


জুন মাসের মাঝামাঝি সময়ে উপসর্গ দেখা দিলে করোনা পরীক্ষা করান নাফিস। তাতে তার নমুনায় করোনার উপস্থিতি মেলে। তিনি একাই নন। নাফিস ও ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের মা নুসরাত ইকবালসহ পরিবারের একাধিক সদস্যের করোনা পজিটিভ আসে।

তবে করোনা শনাক্ত হওয়ার পর চট্টগ্রামে বাসায়ই চিকিৎসা নেন তারা। চিকিৎসকের পরামর্শ মেনে হোম আইসোলেশনে থেকেই সেরে উঠেছেন। পরিবারের সব সদস্যের নমুনা পরীক্ষা করা হয়েছে, তবে কারও শরীরেই ভাইরাসের উপস্থিতি মেলেনি; সবার নমুনা পরীক্ষার ফলই নেগেটিভ এসেছে।

স্বস্তি প্রকাশ করে বিডিক্রিকটাইমকে নাফিস বলেন, ‘অসুস্থ থাকাকালে অনেকেই আমার খোঁজ নিয়েছেন, যাদের সাথে যোগাযোগ হয় না তারাও খোঁজ নিয়েছেন দোয়া করেছেন। আপনাদের দোয়াতেই সুস্থ হয়েছি সবাই। কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

নাফিস ও তার মা-ই নন শুধু, করোনা আক্রান্ত হয়েছিল নাফিসের ছেলে ও মেয়ে সন্তানও। তবে তারাও এখন করোনা নেগেটিভ। এমনকি ঘরের বাকি সব সদস্যেরও নমুনার ফল নেগেটিভ এসেছে।

নাফিস বলেন, ‘আমার আম্মুর প্রথমে করোনা ধরা পড়ে। এরপর আমি পরিবারসহ টেস্ট করাই, তখন আমার আর আমার ছেলে-মেয়ে নামির-আনায়ারও ধরা পড়ে। স্ত্রীর নেগেটিভ আসে। কিন্তু বাচ্চার সাথে সবসময় ছিল বলে ভেবেছিলাম ওরও পজিটিভ হবে। তবে আলহামদুলিল্লাহ্‌, সবার নেগেটিভ এসেছে। আমাদের গৃহকর্মীদের টেস্ট করিয়েছি, ওদেরও নেগেটিভ এসেছে।’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বোনের জানাজায়ও যেতে পারলেন না আকরাম

তামিমকে নিয়ে গুঞ্জন সত্য নয়

সুস্থ আছেন নাফিস ইকবাল

করোনা পরীক্ষায় পজিটিভ নাফিস ইকবাল

বাংলা টাইগার্সের রোমাঞ্চকর অভিজ্ঞতা জানালেন আফতাব-নাফিসরা