Scores

সফল ক্যাম্প শেষে ঢাকায় ফিরলো টাইগাররা

সফল ক্যাম্প শেষে ঢাকায় ফিরেছে টাইগাররা

অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে চট্টগ্রামে সাতদিনের সফল ট্রেনিং ক্যাম্প শেষে শুক্রবার রাতে ঢাকায় ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা।

ট্রেনিং ক্যাম্পের অংশ হিসেবে টাইগারদের মধ্যে একমাত্র তিনদিনের প্রস্তুতি ম্যাচটি বেরসিক বৃষ্টির হানায় পুরোপুরি তিনদিন মাঠে না গড়ালেও, খেলা হয়েছে দু’দিনে মোট ১২২ ওভার। ব্যাট করার সুযোগ মিলেছে একবার করে উভয় দলের ব্যাটসম্যানদের। আর এতেই সন্তুষ্ট বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

Also Read - ইংল্যান্ড দলে স্টোনম্যান-ক্রেইন, ফিরেছেন ওকস


প্রধান নির্বাচক জানিয়েছেন যে লক্ষ্য নিয়ে চট্টগ্রাম পাড়ি জমিয়েছিল মুশফিকরা। সে লক্ষ্য পুরোপুরি পূরণ হয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজে চট্টগ্রামে করা সাতদিনের এই ক্যাম্প কাজে দিবে বলে বিশ্বাস নান্নুর।

প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে বলে চট্টগ্রামের কন্ডিশনের ধারণা নিতে সেখানে সাতদিনের ক্যাম্প আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সফল কন্ডিশন ক্যাম্প শেষে ঢাকায় ফিরে আসা বাংলাদেশ ক্রিকেট দল একদিন বিশ্রামে থেকে রবিবার থেকে আবারো শুরু করবে অনুশীলন। অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে এরপর নিজেদের মধ্যে ভাগ হয়ে ১৬ ও ১৭ আগস্ট আরো একটি প্রস্তুতি ম্যাচ খেলবে মুশফিক-রিয়াদ-তামিমরা।

উল্লেখ্য, দীর্ঘ ১১ বছর পর টেস্ট সিরিজ খেলতে চলতি মাসের ১৮ আগস্ট বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। সফরে স্বাগতিকদের বিপক্ষে দু’টি টেস্ট ম্যাচ খেলবে সফরকারীরা। যার প্রথমটি ২৭ আগস্ট থেকে ঢাকার আর দ্বিতীয় ও শেষ ম্যাচটি ৪ সেপ্টেম্বর থেকে চট্টগ্রামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

এইচপি দলের নতুন কোচ র‍্যাডফোর্ড

স্বস্তি ফিরে পেয়েছেন সৌম্য সরকার

‘মাঠের ভেতরের স্টোকস’ হতে চান সাইফউদ্দিন

সাঙ্গাকারার প্রশংসা শুনে ঘুমাতে পারেননি সাইফউদ্দিন

ব্রডের ঘটনায় উঠে এল মাশরাফি আর বাংলাদেশের নাম