SCORE

সর্বশেষ

‘সফল হয়েছি বলে খুব খুশি লাগছে’

সিলেটেরই ছেলে তিনি। বড় হয়েছেন সিলেটের আলো-বাতাস খেয়েই। অথচ শুক্রবার বিপিএলে সিলেট সিক্সার্সকে গুড়িয়ে দিলেন জাকির হাসানই!

'সফল হয়েছি বলে খুব খুশি লাগছে'
ম্যাচ সেরার পুরষ্কার হাতে জাকির। ছবিঃ বিডিক্রিকটাইম

এর চেয়েও অবাক করা ব্যাপার- ম্যাচ শেষে জাকির যখন জানালেন, সিলেটের বিপক্ষে ভালো খেলার লক্ষ্য ছিল তার।

ম্যাচজয়ী ইনিংস শেষে ম্যাচ-সেরার পুরষ্কার পাওয়া জাকির সংবাদ সম্মেলনে বলেন, ‘এটা একটা মজার বিষয় যে, সিলেটের বিপক্ষেই এমন একটা ইনিংস খেললাম। এটা আমার একটা স্বপ্ন ছিল যে, সিলেটের বিপক্ষে ভালো খেলবো। সফল হয়েছি বলে খুব খুশি লাগছে। ভাগ্য আমার সাথে ছিল। সামনেও এই ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করবো।

Also Read - মাঠ মাতানোর ইচ্ছা গেইলের

বিপিএলের গত আসরে জাকির খুব একটা ভালো খেলতে পারেননি। এ নিয়ে কোচদের পরামর্শ গ্রহণ করেছিলেন তিনি, ‘গত বছর আমি খুব একটা ভালো খেলিনি। ওটা নিয়ে আমি স্যারদের সাথে কথা বলেছি। উনারা বলেছিলেন, আমার শক্তির জায়গা যেটা সেটা নিয়ে কাজ করতে। আমি সে কাজটাই করেছি। এ কারণেই সফলতা পেয়েছি। শট খেলার ব্যাপারে বলবো, আমার শক্তির জায়গাটা ধরেই আমি অনুশীলন করেছি। আজকে চেষ্টা করেছি নিজের শক্তির জায়গার বাইরে না গিয়ে খেলার।’

বিদেশি ক্রিকেটারদের পাশাপাশি দেশিদের ভালো পারফর্ম করা প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা আসলে অনেক বড় একটা ব্যাপার। যদি আমরা স্থানীয় ক্রিকেটাররা ভালো করতে পারি, আর সাথে যদি বিদেশিরাও ভালো পারফর্ম করে তবে সেটা দলের জন্য অনেক কাজে লাগবে। এতে করে দল আরও ভালো অবস্থানে যেতে পারবে।’

ম্যাচ জেতানোর পথে জাকির মুশফিকুর রহিমের সাথে গড়েছিলেন জুটি। এতে যারপরনাই খুশি তিনি, ‘খুব ভালো লেগেছে উনার সাথে ব্যাট করতে পেরে। উনি অনেক সাহায্য করেছেন। ভালো কিছু নির্দেশনা দিচ্ছিলেন। আমাকে নিজের মতো করেই খেলতে বলছিলেন।’

নিজের ভবিষ্যৎ সম্পর্কে ১৯ বছর বয়সী তরুণ এই ক্রিকেটার বলেন, আল্লাহর রহমতে এখন যেহেতু হাই পারফরম্যান্স টিমে আছি, সেভাবেই নিজেকে প্রস্তুত করার চেষ্টা করছি। যাতে আমি পরবর্তী লেভেলে গেলে ভালো করতে পারি। সাথে মানসিকভাবেও প্রস্তুতি নিচ্ছি।’

আরও পড়ুনঃ রেকর্ড বইয়ে নাম লেখালেন বিজয়

Related Articles

রান পাহাড় টপকে সৌম্য-মিঠুনদের সিরিজ জয়

আইরিশদের ৮৭ রানে হারাল বাংলাদেশ এ দল

জাকিরের ৮ রানের আক্ষেপ

আইরিশদের বিপক্ষে বাংলাদেশের উড়ন্ত সূচনা

প্রথম ইনিংসে ১৬৭ রানে থামল মিঠুনরা