
সবচেয়ে কম দৈর্ঘ্যের ম্যাচের রেকর্ড গড়ল ঢাকা টেস্ট
প্রকাশিত হয়েছে - 2023-12-10T01:14:12+06:00
আপডেট হয়েছে - 2023-12-10T01:15:23+06:00
চার দিনের মধ্যে শেষ হয়েছে ঢাকা টেস্টের খেলা। এর মধ্যে পুরো এক দিন হয়েছে বৃষ্টি, বাকি দিনগুলোতেও খেলার মাঝে বৃষ্টি বাগড়া দিয়েছে, আলোকস্বল্পতায় কম ওভার খেলা হয়েছে। সব মিলিয়ে বেশ অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে গেছে ঢাকা টেস্টের খেলা।
সিরিজের ট্রফি ভাগাভাগি করেছে দুই দল। ছবি : বিডিক্রিকটাইম
এখানে একটি রেকর্ড গড়ে ফেলেছে ঢাকা টেস্ট। বলের হিসাবে বাংলাদেশে আয়োজিত সবচেয়ে কম দৈর্ঘ্যের টেস্ট ম্যাচ ছিল ঢাকা টেস্ট। ম্যাচে সব মিলিয়ে বল হয়েছে ১০৬৯টি। বাংলাদেশে আয়োজিত টেস্ট ম্যাচগুলোর মধ্যে এটি সর্বনিম্ন বলের সংখ্যা। এর আগে এই রেকর্ডটি ছিল মিরপুরে আয়োজিত আরেকটি টেস্টে। ২০১৮ সালে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচে বল হয়েছিল ১২৮৭টি।
এছাড়া তালিকার তৃতীয় নামটির সাথেও জড়িয়ে আছে মিরপুর। ২০২১ সালে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচে ১২৯১ বলের মধ্যে খেলা শেষ হয়ে গিয়েছিল। তালিকার চতুর্থ এবং পঞ্চম স্থানে আছে চট্টগ্রাম। ২০১৮ সালে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ম্যাচ শেষ হয়েছিল ১৩৬৭ বলে। অন্যদিকে ২০০২ সালে বাংলাদেশ বনাম পাকিস্তানের টেস্ট ম্যাচ শেষ হয়েছিল ১৩৮২ বলে।
ঢাকা টেস্টে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৪ উইকেটে জিতেছে নিউজিল্যান্ড। এর আগে সিরিজের প্রথম টেস্টে সিলেটে ১৫০ রানে জিতেছিল বাংলাদেশ। ফলে সিরিজ শেষ হয়েছে ১-১ সমতায়। এবার নিউজিল্যান্ড সফরে গিয়ে সাদা বলের ক্রিকেটের সিরিজ খেলবে টাইগাররা।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।