
আগামী ১১ জানুয়ারি সিরিজের তৃতীয় এবং শেষ টেস্টে ভারতের বিপক্ষে মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া পেসার কাগিসো রাবাদার জন্য এই ম্যাচটি হতে যাচ্ছে বড় এক মাইলফলক। এই ম্যাচের মাধ্যমেই ক্যারিয়ারের ৫০তম টেস্টটি খেলতে যাচ্ছেন তিনি।

২০১৫ সালে অভিষিক্ত হওয়ার পর থেকে টেস্টে প্রোটিয়াদের নিয়মিত মুখ রাবাদা। অন্যান্য ক্রিকেটারদের চেয়ে পেসাররা কিছুটা বেশি ইঞ্জুরিপ্রবণ হওয়ার ফলে টেস্ট ক্রিকেটে লম্বা ক্যারিয়ার গড়তে পারেন না অনেক পেসারই। তবে এক্ষেত্রে ব্যতিক্রম রাবাদা। ৫০ টেস্ট ছোঁয়ার পরে আরও বড় স্বপ্নে চোখ রাখছেন তিনি। ২৬ বছর বয়সী এই পেসার ইতোমধ্যে তুলে ফেলেছেন ২২৬টি টেস্ট উইকেট। দ্রুততম (বয়স বিবেচনায়) দক্ষিণ আফ্রিকান (সব মিলিয়ে চতুর্থ) হিসেবে ২০০ টেস্ট উইকেটশিকারির তালিকাতেও নাম লিখিয়েছেন তিনি।
৫০তম টেস্ট খেলার আগে রাবাদা জানিয়েছেন, ‘বিষয়টি হচ্ছে বেশি বেশি উইকেট নেওয়া এবং সেরা হওয়ার চেষ্টা চালিয়ে যাওয়া। এর কোনো সীমা নেই। আমার মনে হয় না আমার কাজ শেষ হয়ে গেছে, কোনোভাবেই না। আপনাকে আবারও এসে পরবর্তী ম্যাচটি খেলতে হবে। আপনি কখনোই আন্তর্জাতিক ক্রিকেটকে হালকাভাবে নিতে পারবেন না।’
রাবাদা আরও জানান, ‘আমার জন্য বিষয়টি হচ্ছে লম্বা সময়ের জন্য খেলে যাওয়া, যা আমাকে চাঙ্গা রাখতে পারে।’ তিনি জানিয়েছেন, ৫০তম টেস্টের মাইলফলক স্পর্শ করার বিষয়টি তিনি গত ম্যাচের পরে জানতে পেরেছেন।

তার মতে, ‘বিষয়টি (৫০তম টেস্ট খেলা) অবশ্যই বিশেষ কিছু। আমি আসলে জানতামই না আমি কততম ম্যাচ খেলছি, গত ম্যাচের পরে আমি জানতে পারি যে আগামী ম্যাচটি আমার টেস্ট ক্যারিয়ারের ৫০তম ম্যাচ হতে যাচ্ছে। বিষয়টি আমার জন্য বিশেষ কিছু, আমি সবসময়ই আমার দেশের প্রতিনিধিত্ব করতে চেয়েছি। সুতরাং, এটি নিঃসন্দেহে আমার জন্য একটি ব্যক্তিগত মাইলফলক যা আমি সর্বদা হৃদয়ে ধারণ করব।’
আগামী ১১ জানুয়ারি বাংলাদেশ সময় বেলা আড়াইটায় সিরিজের তৃতীয় এবং সর্বশেষ টেস্টে ভারতের বিপক্ষে মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনের চ্যাটে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime Crickey সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।
বিডিক্রিকটাইমের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।