Scores

সবাইকে একসাথে চলার আহ্বান উইলিয়ামসনের

গত শুক্রবার জুমার নামাজের সময়ে নিউজিল্যান্ডের আল নূর মসজিদে মুসলিমদের ওপর সন্ত্রাসী হামলা। তখনই কোনো প্রতিক্রিয়া না জানালেও আজ সকলেই এগিয়ে আসতে আহ্বান জানালেন কেন উইলিয়ামসন।

 

Also Read - এখনো চূড়ান্ত নয় সাকিবের আইপিএল নিয়ে সিদ্ধান্ত


বাংলাদেশ ও নিউজিল্যান্ডের তৃতীয় টেস্ট ভেন্যুর খুব কাছেই ছিল মসজিদটি। দুই দলের মাঠেও নামার কথা ছিল গতকাল (শনিবার)। কিন্তু এক অতর্কিত হামলায় সব ওলটপালট হয়ে যায়। যেহেতু হামলার সময় ঘটনাস্থলের খুব কাছেই ছিল বাংলাদেশ ক্রিকেট দল তাই ক্রিকেট বিশ্বেও আলোচনার ঝড় তোলে এই হামলা।

তবে নিউজিল্যান্ডের বর্তমান ক্রিকেট দলটির কেউ তৎক্ষণাৎ কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তায় সকলের একসাথে এগিয়ে আসার আহ্বান জানান। তার বার্তায় প্রকাশ পেয়েছে যে অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় একইসাথে খুবই হতাশ ও অবাক তিনি। ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারের সাথে সাথে মুসলিম সমাজের পাশেও সাহায্য ও ভালাবাসার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে উইলিয়ামসনের বার্তাটি এমন ছিল যে,

‘নিউজিল্যান্ডের অন্য সকলের মতোই আমিও এখনো বুঝে ওঠার চেষ্টা করছি যে আজ কি হচ্ছে। আমাদের দেশ প্রেম প্রমাণের প্রয়োজন খুব বেশি হয়নি এবং আমি আমার সবটুকি দিচ্ছি ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং তার পরিবার ও বন্ধুদের, মুসলিম সম্প্রদায়ের হৃদয় বিদারিত সকল মানুষকে। সবাই একসাথে এগিয়ে আসুন।’

সিরিজ অসমাপ্ত রেখেই বাংলাদেশ ক্রিকেট দল গতকাল সকালে নিউজিল্যান্ড ত্যাগ করে। রাতেই ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে টাইগারদের বহনকারী সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমান।

হামলাকারী ব্রেন্টেন ট্যারেন্টও পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। তিনি একজন অস্ট্রেলিয়ান নাগরিক। খ্রিষ্টান এই জঙ্গি দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে এমন হামলা চালিয়েছেন বলে অনুমেয় হচ্ছে। মসজিদে এমন ভয়ানক হামলায় এখন পর্যন্ত ৫০ জনেরও বেশি মুসলিম মারা গেছেন। যার মধ্যে নিউজিল্যান্ড প্রবাসী চারজন বাংলাদেশিও আছেন।

আরও পড়ুনঃ এখনো চূড়ান্ত নয় সাকিবের আইপিএল নিয়ে সিদ্ধান্ত

Related Articles

রোজাদার রশিদের সাথে উপোষ ওয়ার্নার-উইলিয়ামসনও

ইংল্যান্ড সফরের জন্য নিউজিল্যান্ডের শক্তিশালী দল ঘোষণা

উইলিয়ামসন-টেলর না থাকায় ডমিঙ্গোর কণ্ঠে স্বস্তি

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে খেলা হচ্ছে না উইলিয়ামসনের

লর্ডসে হচ্ছে না ভারত-নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচ!