

উইকেট শিকারের হিসাবে টেস্টে সাকিবের ধারে কাছেও নেই কেউ। টি২০তেও শীর্ষে তিনি। ওয়ানডেতেও শীর্ষে ছিলেন, মাশরাফি পেছনে ফেলে দিলেন গত দুই ম্যাচের পারফরম্যান্সে। ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি এখন মাশরাফিই।
দীর্ঘদিন ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি বোলারের তকমাটা নিজের করে রেখেছিলেন আব্দুর রাজ্জাক। দেশের হয়ে ওয়ানডেতে ২০০ উইকেটের মাইলফলক পেরোনো প্রথম বোলার ছিলেন এই বাঁহাতি স্পিনার। কিন্তু ২০৭ উইকেটেই থেমে আছে তার ক্যারিয়ার। গত বছর রাজ্জাককে টপকে সিংহাসনে বসেন সাকিব। এই বাঁ-হাতি স্পিনারের পিছু পিছু ছুটেছেন মাশরাফিও। মাঝে দুবার রেকর্ডটা হাত বদলও হয়েছে। অবশেষে সেটা এখন মাশরাফির দখলে।
আরও দেখুন- তিন নম্বরে বড় ইনিংস খেলতে বদ্ধপরিকর সাব্বির
শ্রীলংকা সিরিজটা অবশ্য পিছিয়ে থেকেই শুরু করেছিলেন মাশরাফি। সাকিবের ছিল ২২০ উইকেট, তার ২১৯টি। ডাম্বুলায় সিরিজের প্রথম ওয়ানডেতে মাশরাফি পেয়েছেন দুটি, সাকিব একটি। ফলাফল দু’জনেরই উইকেট হয়ে গেল সমান ২২১টি করে। দ্বিতীয় ম্যাচে সাকিব থাকলেন উইকেটশূন্য। একটি উইকেট পেয়ে মাশরাফি ছাড়িয়ে গেলেন তাকে। সবমিলে ১৬৯ ওয়ানডে ম্যাচে মাশরাফির উইকেট সংখ্যা ২২২। তবে এর মধ্যে রয়েছে তার এশিয়া একাদশের হয়ে একটি উইকেট। সেটি বাদ দিলে অবশ্য জাতীয় দলে দুইজনের উইকেট বর্তমানে সমান-সমান।
বোলার ম্যাচ উইকেট ম্যাচসেরা ইকোনমি রেট
মাশরাফি মুর্তজা ১৭১ ২২২ ৬/২৬ ৪.৭০
সাকিব আল হাসান ১৬৮ ২২১ ৫/৪৭ ৪.৩৭
আবদুর রাজ্জাক ১৫৩ ২০৭ ৫/২৯ ৪.৫৬
মোহাম্মদ রফিক ১২৩ ১১৯ ৫/৪৭ ৪.৩৯
রুবেল হোসেন ৬৯ ৮৮ ৬/২৬ ৫.৬৩
- মাকসুদুল হক, প্রতিবেদক, বিডিক্রিকটাইম।