
বাংলাদেশ প্রিমিয়ার লিগের চতুর্থ আসরের শীর্ষ রান সংগ্রাহকের তালিকায় প্রথমবারের মতো শীর্ষস্থান দখল করেছেন মুশফিকুর রহিম। খুলনা টাইটান্সের বিপক্ষে ৩১ রান করার পথে মেহেদী মারুফকে ছাপিয়ে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের শীর্ষে উঠে আসেন তিনি।
চলতি একেএস বাংলাদেশ প্রিমিয়ার লিগে আট ম্যাচ খেলা মুশফিকুর রহিমের সংগ্রহ ২৬২ রান। যার মধ্যে রয়েছে দু’টি অর্ধ-শতকের ইনিংস। ব্যাটে দারুণ সময় কাটানো মুশফিকুর রহিম খুলনার বিপক্ষে মাঠে নামার আগে গত সাত ম্যাচে রান করেন যথাক্রমে ৫০*, ৩৩, ৮১*, ১০*, ৮, ৩৫, ১৯।
ছন্দে থাকা ডানহাতি এ ব্যাটসম্যান এবার পেলেন সর্বোচ্চ রান সংগ্রাহকের শীর্ষস্থানের জায়গা।
তাঁর পর তালিকার দ্বিতীয়স্থানে রয়েছে বরিশাল বুলসের বাঁ-হাতি ব্যাটসম্যান শাহরিয়ার নাফীস। চলতি টুর্নামেন্টের আট ম্যাচ তিন হাফসেঞ্চুরিতে তাঁর সংগ্রহ ২৪৮ রান। শীর্ষ রান সংগ্রাহকের তালিকার তৃতীয়স্থানটি প্রথমবারের মতো নিজের দখলে নিয়েছেন মোহাম্মদ মিথুন তাঁর সংগ্রহ ২৪৭ রান। এক ম্যাচ কম খেলা ঢাকা ডায়নামাইটসের মারকুটে ব্যাটসম্যান মেহেদী মারুফ ২৪৭ রান নিয়ে আছেন তালিকার চতুর্থস্থানে।