Scores

সবুজ পিচ নিয়ে টুইটারে ঝড়, তর সইছেনা ব্রডের

 সবুজ পিচ নিয়ে টুইটারে ঝড়, তর সইছেনা ব্রডের

বাংলাদেশ নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টের খেলা দুইদিন বৃষ্টির বাধার পর আজ মাঠে গড়ায়। তবে খেলার তুলনায় আজ পিচ ছিলো আলোচনার কেন্দ্রবিন্দুতে। পিচের রং দেখে অনেক ক্রিকেটভক্তই আলাদা করতে পারছিলেন না পিচ কোনটা বা আউটফিল্ড কোনটা। তবে এই পিচেও বাংলাদেশী দুই ওপেনার তামিম ইকবাল ও সাদমান ইসলাম অনিক দারুন শুরু এনে দিয়েছেন। দুই ওপেনার প্রথম ১ ঘন্টা দেখে শুনেই ব্যাট করেন । চলমান টেস্ট সিরিজে টানা ৩য় বারের মতো ৫০ রানের ওপেনিং জুটি গড়েন দুইজন।

পিচ নিয়ে আলোচনা শুধু বাংলাদেশী ভক্তদের মাঝেই সীমাবদ্ধ ছিলোনা। পুরো ক্রিকেট বিশ্বজুড়েই আলোচনায় ছিলো এই পিচ। ভক্ত, সাংবাদিক এমনকি আন্তর্জাতিক খেলোয়াড়দের মাঝে পিচ নিয়ে আলোচনা দেখা গিয়েছে। ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রডতো পিচ দেখে নিজের লোভই সামলাতে পারেননি এই পিচে নিজের বল করার ইচ্ছা প্রকাশের। তার ওপেনিং বোলিং পার্টনার জেমস এন্ডারসনকে ট্যাগ করে জানিয়ে দেন এই পিচে টস জিতে বোলিং করার ইচ্ছা ।

Also Read - আয়ারল্যান্ডের সিরিজ হার এড়ালেন স্টার্লিং-বালবির্নি


দেখে নিন পিচ নিয়ে কিছু উল্লেখযোগ্য টুইট

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

মুশফিকের বিতর্কিত আউট নিয়ে সমালোচনার ঝড়

স্টোকসের বীরত্বে টুইটারে প্রশংসার জোয়ার

শোয়েবের মুখোশ উম্মোচন করলেন যুবরাজ

বল খাচ্ছেন বোল্ট!

আমলার অবসর নিয়ে টুইটার প্রতিক্রিয়া