
৩৪ বছর বয়সেই সব ধরণের ক্রিকেটকে বিদায় জানালেন দক্ষিণ আফ্রিকার পেস অলরাউন্ডার ক্রিস মরিস। তাঁর ক্যারিয়ারের সঙ্গে যুক্ত থাকা সবাইকে ধন্যবাদ জানালেন মরিস।

গত আইপিএলে রেকর্ড-গড়া দামে দলে ভেড়ানো হয়েছিল মরিসকে। প্রায় ১৬ কোটির-ও বেশি অর্থ দিয়ে তাঁকে দলে নিয়েছিল মুস্তাফিজের দল রাজস্থান রয়্যালস। তবে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি এই প্রোটিয়া ক্রিকেটার। তবে হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেটসহ সব ধরণের ক্রিকেটকে বিদায় জানালেন মরিস।
নিজের ইন্সটাগ্রামে সব ধরণের ক্রিকেট থেকে অবসরের কথা জানান মরিস। তবে মাত্র ৩৪ বছর বয়সে অবসর নিলেও যোগ দিচ্ছেন কোচিংয়ে। দক্ষিণ আফ্রিকার উত্তরাংশের প্রাধিকারপ্রাপ্ত মোমেন্টাম মাল্টিপাই টাইটান্সের কোচ হিসেবে কাজ করবেন বলে জানিয়েছেন মরিস।
“আজ আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি! আমার যাত্রায় যারা ভূমিকা রেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আমার ক্রিকেট সফরটা বেশ মজার ছিল, তা বড় হোক কিংবা ছোট হোক।। টাইটান্স দলের কোচিং প্যানেলে যুক্ত হতে পেরে আনন্দিত।”
২০১০-২০১১ মৌসুমে ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করেন মরিস। এমনকি ২০১২ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করায় ঐ বছরই প্রোটিয়াদের টি-টোয়েন্টি দলে ডাক পান তিনি। সেই থেকে এখন পর্যন্ত প্রোটিয়াদের জার্সি গায়ে চারটি টেস্ট, ৪২টি ওয়ানডে ও ২৩টি টি-টোয়েন্টি খেলেছেন মরিস।
জাতীয় দলের জার্সি গায়ে সর্বশেষ খেলেছিলেন ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটিই ছিল মরিসের শেষ ম্যাচ। এমনকি বিপিএলের আসন্ন আসরে তাঁকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছিল সিলেট। তবে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন মরিস।
লিটনের ব্যাটিং থেকে ইতিবাচকতা খুঁজে নিচ্ছেন মুমিনুল https://t.co/LJ9QPRsUkG
— bdcrictime.com (@BDCricTime) January 11, 2022
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনের চ্যাটে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime Crickey সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।
বিডিক্রিকটাইমের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।