সব ফরম্যাটেই ইসিবির সাথে আর্চারের চুক্তি
সুসময় কেমন হয়- তা বুঝতে হলে দৃষ্টি রাখতে হবে জফরা আর্চারের দিকে। একটা সময় ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা তৈরি হলেও তা ‘বাস্তব’ হয়ে ধরা দেয়নি, তবু হাল ছাড়েননি। ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ খেলেন, অভিষেকের বছরেই কেড়ে নেন ক্রিকেট বিশ্বের দৃষ্টি।
সেই আর্চার শুভ বছরেই পেলেন আরেক সুখবর। প্রথমবারের মত ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) কেন্দ্রীয় চুক্তির আওতায় এসেছেন তিনি। ইংল্যান্ডের মাত্র ৬ জন ক্রিকেটারের সাথে সব ফরম্যাটের চুক্তি করেছে ইসিবি। এদেরই একজন আর্চার। বিষয়টি তাই তার জন্য বিশেষ অর্জনই বটে।
Also Read - লাইভ: আফগানিস্তানকে ৪ উইকেটে হারাল বাংলাদেশ
বিশ্বকাপ ও অ্যাশেজে দুর্দান্ত পারফর্ম করা আর্চার ছাড়াও টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি অর্থাৎ সব ফরম্যাটের ক্রিকেটের চুক্তিতে রয়েছেন জনি বেয়ারস্টো, জস বাটলার, জো রুট, বেন স্টোকস ও ক্রিস ওকস। এছাড়া চুক্তির আওতায় রয়েছেন আরও ১০ ক্রিকেটার, তাদের মধ্যে ৪ জন শুধু টেস্টে এবং ৬ জন সীমিত ওভারের ক্রিকেটে ইসিবির চুক্তির আওতায় রয়েছেন।
উল্লেখ্য, আদিল রশিদ তিন ফরম্যাটের চুক্তি, মঈন আলী টেস্ট ফরম্যাটের চুক্তি এবং অ্যালেক্স হেলস, লিয়াম প্লাঙ্কেট ও ডেভিড উইলি সীমিত ওভারের ফরম্যাটের চুক্তি থেকে বাদ পড়েছেন।
একনজরে ইসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা
লাল ও সাদা বলের ক্রিকেটে কেন্দ্রীয় চুক্তি: জফরা আর্চার, জনি বেয়ারস্টো, জস বাটলার, জো রুট, বেন স্টোকস ও ক্রিস ওকস।
লাল বলের ক্রিকেটে কেন্দ্রীয় চুক্তি: জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস ও স্যাম কারান।
সাদা বলের ক্রিকেটে কেন্দ্রীয় চুক্তি: মইন আলি, জো ডেনলি, ইয়ন মরগান, আদিল রশিদ, জেসন রয় ও মার্ক উড।
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।