Scores

সমকামিতার অভিযোগ উড়িয়ে দিলেন ফকনার

২৯তম জন্মদিনে এক ঘনিষ্ঠ বন্ধুর সাথে ছবি দিয়ে জেমস ফকনার ইন্সটাগ্রামে দাবি করেছিলেন, তিনি ফকনারের ‘বয়ফ্রেন্ড’। শব্দটি সাধারণত ‘প্রেমিক’ অর্থেই প্রচলিত হয়। এমন পোস্টের পর উঠেছিল আলোচনার শোর- ফকনার কি তবে সমকামী?

সমকামীতার অভিযোগ উড়িয়ে দিলেন ফকনার ফ

এরপর নিজের উপর দিয়ে যে কী ঝড় গিয়েছে সেটি ফকনারই ভালো জানেন। অস্ট্রেলীয় এই পেসারকে সমকামী বলে আখ্যা দিতে থাকেন সবাই। তবে ফকনার ইন্সটাগ্রামে আরেকটি পোস্টে দাবি করেছেন, যে পুরুষের সাথে ছবি দিয়েছিলেন তিনি তার ভালো বন্ধু এবং তিনি কোনোভাবেই সমকামী নন!

Also Read - “ভুল-ত্রুটি হলে ক্ষমা করবেন”


ফকনার বলেন, ‘আগের রাতে আমার পোস্ট নিয়ে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। আমি সমকামী নই। ও আমার খুব ভালো বন্ধু।’

যদিও সমকামীদের প্রতি নিজের সমর্থন প্রকাশ করেছেন ফকনার। ‘যদিও এলজিবিটি কমিউনিটির প্রতি আমার সমর্থন রয়েছে। তাদেরকে কেউ সমর্থন করছে দেখলে আমি খুব খুশি হই।’– বলেন তিনি।

ফকনারের আলোচিত সেই পোস্ট দেখুন-

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

নেতৃত্বে ফিরবেন স্মিথ!

কুককে ‘বল টেম্পারিং’ করার প্রস্তাব দিয়েছিলেন ওয়ার্নার!

লিচকে উপহাস করে সমর্থকদের দুয়ো কুড়ালেন স্মিথ

টি-টোয়েন্টি বিশ্বকাপে কঠিন প্রতিপক্ষের সামনে বাংলাদেশ

বৃষ্টির দিনে আলো ছড়ালেন বার্নস-রুট