Scores

‘সমর্থন দিন, গালি দিয়েন না’

বাংলাদেশ হারলেই সমালোচনায় ব্যস্ত থাকেন সমর্থকরা। সেটি কখনো পাড়ায়, আবার সেটি কখনো কোন আড্ডায়। তবে বেশিরভাগই সমালোচনা হয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, টুইটারে। এটির হার দিনদিন বেড়েই চলেছে। যেকোন ম্যাচ হারলেই যেন ক্রিকেটারদের নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায়।

‘সমর্থন দিন, গালি দিয়েন না’
ছবিঃ বিসিবি

ক্রিকেটাররা ফেসবুকে থাকায় সেসব সমর্থকদের সমালোচনা তাদেরও চোখে পড়ে। চলতি বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজেও বাংলাদেশকে নিয়ে সমালোচনায় ব্যস্ত সমর্থকরা। ইতোমধ্যে ২-০ তে সিরিজ জিতে নিয়েছে আফগানরা। সিরিজের প্রথম ম্যাচ বাজে ব্যাটিংয়ের কারণে হারায় ব্যাটসম্যানদের নিয়ে সমালোচনা করেন সমর্থকরা। শুধু ব্যাটসম্যানই নয়, সমালোচনা হয়েছে সাকিবের অধিনায়কত্ব নিয়েও।

তাছাড়াও তাকে ঘিরে রয়েছে আরও নানান আলোচনা। সিরিজের দ্বিতীয় ম্যাচেও জয়ের দ্বারপ্রান্তে গিয়ে আফগানিস্তানের কাছে হেরেছে বাংলাদেশ। ফলে ১ ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নেয় আফগানরা। ম্যাচের পরেই আবারো সমালোচনায় ব্যস্ত হয়ে পড়েন সমর্থকরা। ক্রিকেটারদের প্রতি সমালোচনার হার এত বেড়েছে যে অনেকেই গালিও দিচ্ছেন।

Also Read - পদত্যাগ করলেন নিউজিল্যান্ডের প্রধান কোচ হেসন


সেসব গালিগালাজ নিশ্চয়ই ভালোভাবে নিবেন না ক্রিকেটাররা। বিষয়টি চোখে পড়াতে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন জাতীয় দলের ফাস্ট বোলার তাসকিন আহমেদ। ইনজুরির কারণে দলের সঙ্গে না যেতে পারাতে ঘরে বসেই খেলা দেখতে হচ্ছে তার। ফলে ক্রিকেটারদের নিয়ে নানা সমালোচনাও চোখে পড়ছে তার।

আফগানদের বিপক্ষে বাজেভাবে হারের পর নিজের স্ট্যাটাসে ক্রিকেটারদের গালি না দিয়ে এই খারাপ সময়ে সমর্থন দেওয়ার কথা বললেন তাসকিন। ক্রিকেটারদের নিয়ে এমন নেতিবাচক চিন্তা-ভাবনা থেকেও বের হয়ে আসতে সমর্থকদের অনুরোধ করলেন এই পেসার।

‘সাপোর্ট করেন ভাই। গাইল দিয়েন না। নিজের দেশের মানুষই তো। দেখতে খারাপ লাগে। খারাপ হতেই পারে। ইচ্ছা করে তো আর খারাপ করতেছে না। আজকে হচ্ছে না কাল হবে। নিজের চিন্তা ভাবনা থেকে একটু বাইরে এসে চিন্তা করেন। জিনিসগুলো সহজ হবে।’

তাসকিনের ঐ স্ট্যাটাসে সমর্থকদের এভাবে দেখে হতাশা প্রকাশ করলেন ওপেনার ইমরুল কায়েস। ক্রিকেটের জন্য যে তাদের কতকিছুর ত্যাগ শিকার করতে হয়েছে সেটিও লিখেন কায়েস। ক্রিকেটারদের প্রতি সমর্থকদের এমন আচরণ তারা ডিজার্ভ করে না বললেন কায়েস।

‘হিরো, মানুষ ভাবে ক্রিকেটটা খুবই সহজ খেলা। আমরা জানি কতটা কঠিন এটি। সব ক্রিকেটাররাই তাদের জীবনে অনেক কিছু ত্যাগ শিকার করেছে ক্রিকেটের জন্য কিন্তু মানুষ আমাদের গালি দেয় এবং ক্রিকেটারদের নিয়ে ভুল চিন্তা করে। এটা আমাদের প্রাপ্য নয়।’

আরও পড়ুনঃ পদত্যাগ করলেন নিউজিল্যান্ডের প্রধান কোচ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

জয়ের কৃতিত্ব ইমরুল ও বোলারদেরকে দিলেন রিয়াদ

ইমরুলের ব্যাটিংয়ের প্রশংসায় পঞ্চমুখ সাকিব

রাজধানীতে সাকিব-ইমরুলের নতুন রেস্তোরাঁ

লিগ পর্ব শেষে শীর্ষ ৫ রান-সংগ্রাহক

ইমরুল ভাইয়ের ব্যাটিং এক্সট্রাঅর্ডিনারি: রাব্বি