██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

সমালোচকদের এক হাত নিলেন নান্নু

দৃঢ় কণ্ঠে নিন্দুকদের ধুয়ে দিয়েছেন নান্নু। সবাইকে সত্য জেনে দেশের জন্য কাজ করার আহ্বান তার।

সমালোচকদের এক হাত নিলেন নান্নু

সমালোচকদের এক হাত নিলেন নান্নু

প্রকাশিত হয়েছে - 2023-12-02T21:43:28+06:00

আপডেট হয়েছে - 2023-12-02T21:43:28+06:00

বাংলাদেশের ক্রিকেটে নির্বাচকরা যেন অনেকটা ফুটবলের পেনাল্টি কিকের মত। ক্রিকেটের ভালো সময়ে নির্বাচকদের প্রশংসা করার ব্যাপারটি কারও মনে থাকলেও একটু পান থেকে চুন খসলেই শুরু হয়ে যায় নির্বাচকদের নিয়ে সমালোচনা। দেশের ক্রিকেট অঙ্গনে নির্বাচকদের নিয়ে নানা ধরনের সমালোচনা চলছে লম্বা সময় ধরেই।

মিনহাজুল আবেদীন নান্নু। ফাইল ছবি

জাতীয় দলের তিন সদস্যের নির্বাচক কমিটির মধ্যে প্রধানের দায়িত্বে আছেন মিনহাজুল আবেদীন নান্নু। এছাড়া হাবিবুল বাশার সুমনও কাজ করছেন অনেক দিন ধরে। আরেক সদস্য আবদুর রাজ্জাক রাজ কিছুটা নবীন হলেও ক্রিকেটার হিসেবে যুক্ত ছিলেন লম্বা সময়। এই কমিটির অধীনে বাংলাদেশের ক্রিকেটে বড় বড় সাফল্যও এসেছে। তবুও সমালোচনার তীরে বিদ্ধ হন নির্বাচকরা। এবার সেই সমালোচনাকারীদের এক হাত নিলেন প্রধান নির্বাচক।

বিডিক্রিকটাইম এর সাথে আলাপকালে নান্নু বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে তো অনেক রকম কথা হয়। কিছুদিন আগে আমাকে ব্যক্তিগতভাবে (আক্রমণ করে বলা হয়) ৫ লক্ষ টাকা বেতন পাই। ১০ বছর চাকরি করার পরে ক্রিকেট বোর্ডের চুক্তিতে থাকার পরে বোর্ডে গিয়ে দেখে আইসেন কত টাকা বেতন পাই। লজ্জা থাকা উচিত যে সমস্ত লোক এসব নিউজ করেছেন। সাবেক ক্রিকেটার (তানভির মাজহার) তান্না সাহেবও দেখি এটার সাথে মুখ খুলেছেন। তার কী অবদান আছে দেশের ক্রিকেটের জন্য? সে গিয়ে চট্টগ্রামে গিয়ে আমাদের বাপদাদার সম্পত্তি দেখে আসুক। আমি কীভাবে চলি না চলি, পরিবার কীভাবে চলে। এসব কথা বলার তো কোনো রাইট নেই। যারা মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করেছে এদের শাস্তি হওয়া উচিত। সরকারের কাছে আমি অবশ্যই আবেদন জানাই। এ ধরনের অবাস্তব নিউজগুলি নিয়ে যারা কাজ করছে। তারা দেশের ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করছে।’

 

নান্নু আরও বলেন, ‘আমি সবসময় দেখি যখনই দল খেলার মধ্যে থাকে তখনই একটা না একটা ইস্যু নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। টেস্ট ম্যাচ চলছে, তিন দিনের দিন থেকে একটা ব্যাপার নিয়ে শুরু হয়ে গেছে। সুতরাং এই সমস্ত জিনিসগুলো ইচ্ছা করে হয় কিনা এটার কারণও খতিয়ে দেখা উচিত। সবকিছু ছাড়িয়ে পারফরম্যান্সে ফোকাস করা উচিত। ক্রিকেটাররা টেস্ট ম্যাচে দারুণ পারফরম্যান্স করেছে। দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাচ্ছে।’

 নান্নু এবং বাশার লম্বা সময় ধরেই আছেন নির্বাচক প্যানেলে। 

এসব ব্যাপারে বোর্ডের সাথে আলাপ করেছেন নান্নু, ‘বোর্ডের সবার সাথে আলোচনা হয়েছে। সব মিলিয়ে আমি বলব যারা এ ধরনের ট্রল করছে না জেনে না বুঝে এভাবে মিথ্যা কথা নিয়ে আগানোটা ঠিক না। আপনি যদি সত্যটা জানেন তাহলে আগান। সত্য নিয়ে চলুন। দেশকে ভালোবাসুন, দেশের জন্য কাজ করুন।’


নিজের সময়কার সাফল্যের কথাও সবাইকে মনে করিয়ে দিয়েছেন নান্নু, ‘অবশ্যই আমি এত বছর ধরে কাজ করছি আমি আর সুমন। আমাদের কেউ অভিনন্দন জানায়নি। খুবই অবাক। এটা আমরা তখন থেকে মানিয়ে নিয়েছি। যখন হারে তখন শুরু হয়ে যায় সব আলোচনা-সমালোচনা। এগুলো নিয়ে আক্ষেপ নেই। আমরা কাজ করে যাচ্ছি একনিষ্ঠভাবে, সততার সাথে। আমরা না থাকলেও এই প্রক্রিয়াটা ঠিক থাকবে।’

 

নান্নু জানান, ‘আমরা যখন আসি ২০১৩ সালে সেখান থেকে দেশের ক্রিকেটের উন্নতিটা দেখেছেন? ওয়ানডেতে ৫% জয় থেকে ৩৬% হয়েছে, টি-টোয়েন্টিতে ০% থেকে ১০%, টেস্টে ০.৫% থেকে ৫% হয়েছে। ১০ বছরে আমরা কাজ না করলে এত উন্নতি হত? অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মত দলকে আমরা টেস্টে হারিয়েছি। শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে টেস্টে হারিয়েছি। নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডকে হারিয়েছি। এতগুলো সিরিজ যে জিতেছেন এগুলো কাদের সময়ে? এসব নিয়ে আমাদের আক্ষেপ নেই। চেষ্টা করেছি আমাদের কাজ করে যেতে। সামনে চুক্তি শেষ হয়ে গেলে এরপর আর কাজ করব না। বাংলাদেশের ক্রিকেটকে শুভকামনা তো জানাবই।’


চলতি ডিসেম্বরের ৩১ তারিখে নির্বাচক হিসেবে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে নান্নুর। তবে এরপর চুক্তি নবায়ন করা হবে কিনা এই ব্যাপারে নিশ্চিতভাবে কিছু বলেননি নান্নু।

 


বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.