Scores

সমালোচনার মুখে জার্সিতে পরিবর্তন

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ জন্য বিশেষ নকশার জার্সি তৈরি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই জার্সির সামনের অংশে ছিল না ‘বাংলাদেশ’ লেখা। জার্সির ছবি প্রকাশিত হওয়ার পর ‘বাংলাদেশ’ লেখা না থাকা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তি প্রকাশ করেন অনেক দর্শক। দর্শকদের মত প্রকাশের পর জার্সিতে দেশের নাম অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

দর্শকদের প্রতিক্রিয়ার পর জার্সিতে পরিবর্তন

 

Also Read - বাংলাদেশে 'অনুশীলন' নিয়ে সন্তুষ্ট নন সিমন্স

বিশেষ জার্সি নিয়ে আকরাম খান বলেন, “আমরা পুরো দেশবাসীর মতো ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটাররাও এটার সাথে জড়িত হতে যাচ্ছি। যেহেতু এটা আমাদের ৫০তম স্বাধীনতা দিবস, তাই সবার কাছেই এটি স্পেশাল। সেটা উদযাপন করার জন্য জার্সির কথাটা মাথায় রেখেছি। জার্সিটা কিন্তু বাংলাদেশের জাতীয় পতাকা অনুসরণ করেই করেছি। সবুজ এবং লাল রঙের মিশ্রণে জার্সিটা করা হয়েছে, অন্য কোন রঙ নেই।”

তিনি আরও যোগ করেন, “জাতীয় পতাকায় লাল সূর্যটা যেভাবে আছে সেটা আমরা তুলে ধরেছি। এছাড়াও আমাদের দেশ স্বাধীন হওয়ার পর আমাদের মুক্তিযোদ্ধা ভাইয়েরা যেভাবে উদযাপন করেছে সেটিও তুলে ধরা হয়েছে এবং তার সাথে আমাদের যে স্মৃতিসৌধ রয়েছে সেটিও ফুটিয়ে তোলা হয়েছে। আশা করছি জার্সিটা ভালো লাগবে।”

আগামী ২০ জানুয়ারি মিরপুরে অনুষ্ঠিত হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি। প্রথম দুটি ওয়ানডে মিরপুরে হলেও তৃতীয়টি হবে চট্টগ্রামে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ।


বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।


 

Related Articles

টেক্টর-ক্যামফারের প্রতিরোধের দেয়াল, উইকেটহীন প্রথম সেশন

মায়ের জন্যই বিসিবির কাছে শাস্তি কমানোর আর্জি শাহাদাতের

সাইফ-আকবরদের বড় লিড, ফের ব্যাটিং বিপর্যয়ে আইরিশরা

শতক হাতছাড়ার আক্ষেপ নিয়ে সাজঘরে ইয়াসির

ইয়াসিরের অর্ধশতক, পঞ্চাশের পথে হৃদয়