Scores

সর্বকনিষ্ঠ এক নাম্বার রাশিদ

আন্তর্জাতিক ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এসেছেন আফগানিস্তানের লেগ স্পিনার রাশিদ খান। ওয়ানডে ইতিহাসের সর্বকনিষ্ঠ বোলার হিসেবে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান দখল করেছেন আফগান লেগ স্পিনার। ১৯ বছর ১৫৩ দিন বয়সে এ রেকর্ড গড়েছেন রাশিদ খান (৭০৯২ দিন)।

সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে ৪-১ ব্যবধানে জিতেছে আফগানিস্তান। এ সিরিজে আফগানিস্তানের জয়ে বড় ভূমিকা রাখেন রাশিদ খান। সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারি হন রাশিদ খান। পাঁচ ম্যাচে ১২৭ রানের বিনিময়ে ১৬ উইকেট শিকার করেন রাশিদ। মাত্র ৭.৯ বোলিং গড় ছিল রাশিদের। এমন দুর্দান্ত পারফর্মের পুরস্কার পেলেন হাতেনাতে।

এক লাফে রাশিদ খান এগিয়ে গিয়েছেন আট ধাপ। ক্যারিয়ার সেরা ৭৮৭ রেটিং পয়েন্ট নিয়ে উঠেছেন শীর্ষে।

এ রেকর্ড গড়তে গিয়ে রাশিদ খান পেছনে ফেলেছেন সাকলাইন মুশতাক এবং শচীন টেন্ডুলকারের মতো কিংবদন্তী ক্রিকেটারদের। ১৯৯৮ সালে ৭৬৮৩ দিন বয়সে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন পাকিস্তানের সাবেক স্পিনার সাকলাইন মুশতাক। ১৯৯৪ সালে ৭৮৭৮ দিন বয়সে ভারতের সাবেক ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার দখল করেছিলেন ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান।

Also Read - নিদাহাস ট্রফির আগেই বাংলাদেশের কোচ!


শীর্ষে রাশিদ খানের সাথে যৌথভাবে আছেন ভারতের ডানহাতি ফাস্ট বোলার জাসপ্রিত বুমরাহ। আগের শীর্ষ বোলার দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার ইমরান তাহিরের ঘটেছে অবনতি। এক থেকে তাহির নেমে এসেছেন ছয়ে।

৭২৯ রেটিং নিয়ে তৃতীয় অবস্থানে আছেন নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট। চতুর্থ স্থানে আছেন অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজলউড এবং পঞ্চম স্থানে আছেন পাকিস্তানের পেসার হাসান আলি। তাদের রেটিং যথাক্রমে ৭১৪ এবং ৭১১।

র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন ভারতের দুই স্পিনার যুজবেন্দ্র চাহাল এবং কুলদীপ যাদব। এ দুই রিস্ট স্পিনার এগিয়েছেন অনেকটাই। ৪৭ ধাপ এগিয়ে ১৫ নম্বরে আছেন কুলদীপ যাদব। ২১ ধাপ এগিয়ে আটে আছেন চাহাল। বাংলাদেশের বোলারদের মধ্যে সবার উপরে আছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। এক ধাপ পিছিয়ে ২০ নম্বরে আছেন মুস্তাফিজুর। তার রেটিং ৬০১।


আরো পড়ুনঃ বেলিসের প্রস্তাবে হেসনের উল্টো সুর


নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বাংলাদেশে আসছেন ভেট্টোরি

টেস্ট চ্যাম্পিয়নশিপে একক আধিপত্য ভারতের

ইনিংস ব্যবধানে জিতে প্রোটিয়াদের হোয়াইটওয়াশ করল ভারত

ইডেনে আমন্ত্রিত প্রথম টেস্টের সবাই, বেল বাজাবেন শেখ হাসিনা

তিন সিনিয়রকে বাদ দিয়েই পাকিস্তানের স্কোয়াড ঘোষণা