SCORE

‘সর্বকালের সেরাদের বিপক্ষে খেলেছিলাম’

বাংলাদেশ ও অস্ট্রেলিয়া টেস্ট ফরম্যাটে সর্বশেষ পরস্পরের মুখোমুখি হয়েছিল ২০০৬ সালে। দীর্ঘ ১১ বছর পর দুই দল যখন আবারও মর্যাদার সাদা পোশাক পরে মাঠে নামছে, আগের লড়াইয়ের সবাই তখন ‘সাবেক’ খেতাব নিয়ে ব্যস্ত অন্য কোনো ভূমিকায়। ঐ সিরিজে খেলেছিলেন এবং এখনও আন্তর্জাতিক ক্রিকেটে খেলার মধ্যে আছেন, এমন ক্রিকেটার শুধুই মাশরাফি বিন মর্তুজা।

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেও এখনও খেলে যাচ্ছেন ওয়ানডে ক্রিকেট, তাও দাপটের সাথেই। বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্বও পালন করছেন শক্ত হাতে। সম্প্রতি অভিজ্ঞ সেনানী মাশরাফি কথা বলেন ঐ সিরিজটি সম্পর্কে।

Also Read - অফ স্পিনে সমস্যা নেই মুমিনুলের

মাশরাফি বলেন, আমি যখন অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছিলাম, সেটা শুধু অস্ট্রেলিয়া সবচেয়ে সেরা দলই না, টেস্ট ক্রিকেটের সর্বকালের সেরা একাদশ ছিলো। ম্যাথু হেইডেন, শেন ওয়ার্ন, জেসন গিলেস্পি, অ্যাডাম গিলক্রিস্ট, রিকি পন্টিং, স্টিভ ওয়াহ — কে ছিলো না ঐ দলে?

ঐ সিরিজের পরের বছর বিশ্বকাপে প্রবল প্রতাপের সাথে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। অনেকের মতে সেটিই ছিল অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা দল। বিশ্বকাপের পর বেশিরভাগ ক্রিকেটারই অবসর গ্রহণ করেন। পরবর্তীতে অন্যরাও ‘সাবেক’ খেতাব যুক্ত করেন ধীরে ধীরে। ফলে বর্তমান অস্ট্রেলিয়া দলের সাথে আগের সেই অস্ট্রেলিয়া দলের বিস্তর ফারাক।

মাশরাফি বলেন, ‘আগে আমরা যে দলের বিপক্ষে খেলেছিলাম তার চেয়ে বর্তমান দল অনেক ভিন্ন। তাই আমরা আমাদের সেরাটা ঢেলে দিলে অবশ্যই তাদের হারানো সম্ভব। আমরা যে মানসিকতা নিয়ে খেলছি, সেটা ধরে রাখতে হবে। অস্ট্রেলিয়ার হয়ে এবার যারা খেলতে আসছে, অনেকেই তাদের ততটা শক্তিশালী বলছে না। কিন্তু এই দলটিই ভারতে অনেক ভালো পারফর্ম করেছে, যদিও দুর্ভাগ্যবশত সিরিজ জিততে পারেনি। তাদের স্মিথ, হ্যান্ডসকম রয়েছে- এরা একাই ম্যাচের মোড় ঘুরিয়ে ফেলতে পারে।’

  • সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম

Related Articles

ভোরে শুরু হচ্ছে ‘অ্যাশেজ সিরিজ’

মুশফিকের চোখে রিয়াদই সাকিবের বিকল্প

‘এই সময়টায় ফেইসবুকে কম যাওয়ার চেষ্টা করি’

মুশফিককে নিয়ে বোর্ড সভাপতির উল্টো দাবি!

বোলিংয়েই সব মনোযোগ তাইজুলের