Scores

সর্বোচ্চ বাঁহাতি উইকেট শিকারী হেরাথ

ঢাকা টেস্টে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে চার উইকেট শিকার করে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারী বাঁহাতি বোলার এখন রঙ্গনা হেরাথ। এ টেস্টের আগে রঙ্গনা হেরাথের উইকেট ছিল ৪১১। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট শিকার করে রঙ্গনা হেরাথ টপকে যান পাকিস্তানের সাবেক কিংবদন্তী পেসার ওয়াসিম আকরামকে। 

এর আগে প্রথম বাঁহাতি স্পিনার হিসেবে হেরাথ স্পর্শ করেছিলেন ৪০০ উইকেটের মাইলফলক। এবার নিজেকে নিয়ে গেলেন অনন্য উচ্চতায়।

প্রথম ইনিংসে উইকেটশূন্য ছিলেন হেরাথ। তবে দ্বিতীয় ইনিংসে তিনি ফিরিয়ে দেন ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম এবং তাইজুল ইসলামকে।

Also Read - ক্রিকেটারদের চাওয়াতেই স্পিন উইকেট!


৮৯ টেস্টের ১৬২ ইনিংসে ৪১৫ উইকেট শিকার করেছেন রঙ্গনা হেরাথ। এক ইনিংসে পাঁচ উইকেট শিকার করেছেন ৩৩ বার।  ওয়াসিম আকরাম আর রঙ্গনা হেরাথ ছাড়া ৩০০ উইকেটের বেশি আছে মাত্র চার বাঁহাতি বোলারের। তারা হলেন নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি, শ্রীলঙ্কার চামিন্দা ভাস, অস্ট্রেলিয়ার মিশেল জনসন এবং ভারতের জহির খান ।

ওয়াসিম আকরামকে ছাড়িয়ে যাওয়া এবং এ অর্জন নিয়ে ম্যাচের পর সংবাদ সম্মেলনে হেরাথ বলেন, “ওয়াসিম আকরামকে ছাড়িয়ে যাওয়া এবং বাঁহাতি বোলার হিসেবে সবচেয়ে বেশি উইকেট নেওয়া। সত্যি বলতে এটা অনেক বড় অর্জন। অবশ্যই খুব ভালো লাগছে।আমার ক্যারিয়ারে যারা আমাকে সহায়তা করেছেন এবং ভূমিকা রেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ।”

আর মাত্র পাঁচ উইকেট পেলে দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইনকে টপকে টেস্ট ইতিহাসের সর্বোচ্চ দশ উইকেট শিকারীর তালিকায় প্রবেশ করবেন ৪০ ছুঁইছুঁই বয়সী এ বাঁহাতি স্পিনার। বর্তমানে তিনি শ্রীলঙ্কার টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। লঙ্কান বোলারদের মধ্যে তার চেয়ে বেশি উইকেট শুধুমাত্র সাবেক কিংবদন্তী স্পিনার মুত্তিয়া মুরালিধরনের (৮০০)।

বাঁহাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ পাঁচ উইকেট শিকারী-

১। রঙ্গনা হেরাথ (শ্রীলঙ্কা)- ৪১৫ টি
২। ওয়াসিম আকরাম (পাকিস্তান)  – ৪১৪ টি
৩। ড্যানিয়েল ভেট্টোরি  (নিউজিল্যান্ড)- ৩৬২ টি
৪। চামিন্দা ভাস (শ্রীলঙ্কা) – ৩৫৫ টি
৫। মিশেল জনসন (অস্ট্রেলিয়া)- ৩১৩ টি

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

স্মরণীয় হল না হেরাথের শেষ ম্যাচ

বিদায়ী টেস্টে হেরাথের আরেকটি রেকর্ড

টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত হেরাথের

অবসরের ব্যাপারে হেরাথের আনুষ্ঠানিক ঘোষণা

হেরাথের বোলিং জাদুতে সিরিজ জয় শ্রীলঙ্কার