Scores

সাংবাদিকদের একহাত নিলেন শিশির, জানালেন সাকিব না থাকার কারণ

সোমবার (২৯ এপ্রিল) আইসিসি ক্রিকেট বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের জার্সি উন্মোচনের আনুষ্ঠানিকতা হয়। কিন্তু সেখানে উপস্থিত না হওয়ায় সমালোচনার বিষয়বস্তু হন সাকিব আল হাসান। এবার সাকিবের স্ত্রী তার না থাকার কারণ ব্যাখ্যা করে সমালোচনা করা সাংবাদিকদের একহাত নিলেন।

 

Also Read - প্রধানমন্ত্রীর সঙ্গে ক্রিকেটারদের সৌজন্য সাক্ষাৎ


সাকিবকে নিয়ে প্রায়ই নেতিবাচক খবর দেখা যায়। এইজন্য সাংবাদিকদের সাথে অতিরিক্ত মধুর সম্পর্ক না থাকাটাকেই কারণ মনে করে তার স্ত্রী উম্মে আহমেদ শিশির। তিনি মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমের এক স্ট্যাটাস দিয়ে সাংবাদিকদের এই আচরণের প্রতিবাদ করেন।

স্ট্যাটাসের শুরুতেই শিশির লিখেছেন, ‘আমার সত্যিই সাংবাদিকদের এই ব্যাপারে কিছুই বলার নেই যে কেন তাদের সাকিব আল হাসানের ব্যাপারে এতো আপত্তিকর অবস্থান। আমি মনে করি, এটা আমাদের দোষ। আমরা কখনো তাদের দুপুর বা রাতের খাবারের জন্য দাওয়াত দিইনি কিংবা ঘণ্টার পর ঘণ্টা তাদের সাথে বসে আড্ডা দিইনি। তাদেরকে ভেতরের খবর বলিনি।’

 

এই বিষয়ে শিশির আরো বলেন, ‘সাকিব এই পর্যায়ে আসতে অনেক পরিশ্রম করেছে ছোটবেলা থেকেই। বিকেএসপিতে পড়ার সময় সে শুধু ক্রিকেটেই মনোযোগ দিয়েছে, মানুষের সহানুভূতি নিয়ে সে খেলতে শিখিনি। আমার মনে হয়, এটাই তার শেখার দরকার ছিল। এইজন্যই হয়তো তার ইতিবাচক দিকটা কম চোখে পড়ে। সে লোক দেখানোর জন্য ভালো কাজ করে না।’

দলের অফিসিয়াল ফটো সেশনে সাকিবের উপস্থিত না থাকার কারণও ব্যাখ্যা করেছেন তিনি। বিশ্বসেরা এই অলরাউন্ডারের স্ত্রী জানান ভুল বোঝাবুঝির কারণেই সাকিব সেখানে উপস্থিত হতে পারেননি। তার জন্য দুঃখপ্রকাশ করে বিসিবির সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে কথাও বলেছেন সাকিব।

ফটো সেশনের কথা জানিয়ে সাকিবকে যে বার্তা প্রেরণ করা হয়েছিল সেটাই তিনি বুঝতে ভুল করেছিলেন বলে জানানো হয়েছে, ‘এখন কথা উঠেছে যে সাকিব কেনো দলের বিশ্বকাপ ফটো সেশনে উপস্থিত ছিল না। প্রথমত এটা তার ভুল যে সেখানে উপস্থিত হতে পারেনি। তবে সে ইচ্ছাকৃতভাবে এটা করেনি। সে বার্তাটি পড়তে ভুল করেছিল। পরবর্তীতে সংশ্লিষ্টদের কাছে দুঃখপ্রকাশ করেছে সাকিব। আমিও দুঃখিত যে সেটার প্রমাণস্বরূপ আমরা কোনো ভিডিও করিনি।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

সাকিবের নিষেধাজ্ঞা নিয়ে স্ত্রী শিশিরের মন্তব্য

বিবাহবার্ষিকীতে স্ত্রীকে সাকিবের বিএমডব্লিউ উপহার

সাকিবের অনুপ্রেরণায় শিশির!

বিয়ের পর ক্রিকেট নিয়ে উদ্যম বেড়েছেঃ সাকিব

সাকিবের সাথে পাঁচ দিন