Scores

সাংবাদিকদের প্রতি তামিমের কৃতজ্ঞতা

ক্রাইস্টচার্চে মসজিদে হামলার ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ঐ ভয়াবহ সময়ে বাংলাদেশের ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছিলেন ইএসপিএনক্রিকইনফোর বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ ইসাম, ইংরেজি দৈনিক ডেইলি স্টারের মাজহার উদ্দিন ও প্রথম আলোর উৎপল শুভ্র । তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তামিম ইকবাল।

সাংবাদিকদের প্রতি তামিমের কৃতজ্ঞতা

ইএসপিএন ক্রিকইনফোতে মোহাম্মদ ইসামের লেখায় ফুটে উঠেছে সেদিনের বর্ণনা। দুপুর একটায় অনুশীলন করতে হ্যাগলে ওভালে আসে বাংলাদেশ। বৃষ্টি বাগড়া দিলে মসজিদে গিয়ে নামাজ পড়ে এরপর অনুশীলনে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়। ক্রিকেটাররা সংবাদ সম্মেলনে থাকা অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের জন্য অপেক্ষায় ছিল।

Also Read - সবাইকে একসাথে চলার আহ্বান উইলিয়ামসনের


স্থানীয় সময় দুপুর ১ টা ৫২ তে তামিম ইকবালের ফোন পান মোহাম্মদ ইসাম। ফোনে তামিম ইকবাল এখানে গোলাগুলির ঘটনা জানান। তামিম বলেন, “এখানে গোলাগুলি হচ্ছে, আমাদের সাহায্য করেন।” প্রথমে মোহাম্মদ ইসাম ভেবেছিলেন তামিম ইকবাল রসিকতা করছেন। এরপর তামিম  ফের ফোন দেন এবং তামিম তাকে পুলিশে খবর দিতে বলেন। তামিমের কণ্ঠস্বর শুনে ইসাম ছুটে যান মসজিদের দিকে। তার সাথে আসেন মাজহার উদ্দিন ও উৎপল শুভ্র।
সাংবাদিকদের প্রতি তামিমের কৃতজ্ঞতা

ঐ এলাকায় গিয়ে তিনি দেখেন চারপাশে পুলিশের আড়ি আর অ্যাম্বুলেন্স। দেখতে পান ছড়িয়ে থাকা রক্ত। এরপর ইবাদত হোসেনের সঙ্গে দেখা হয় তার। এরপর ক্রিকেটারদের নিয়ে দ্রুত হেঁটে ঘটনাস্থল ত্যাগ করেন এ তিন সাংবাদিক। চলে যান হোটেলে। এ ঘটনার ভয়াবহতার রেশ ছিল দীর্ঘক্ষণ। দেশে ফিরে মাহমুদউল্লাহ রিয়াদ জানিয়েছেন তিনি কাটিয়েছিলেন নির্ঘুম রাত। তামিম ইকবালকে সন্ধ্যা বেলাতেও কাঁপতে দেখেছেন মোহাম্মদ ইসাম।

টুইটারে তামিম ইকবাল মোহাম্মদ ইসামের লেখা ঘটনাপ্রবাহ শেয়ার করে লিখেন, “আমাদের জন্য আপনারা যেটা করেছেন সেটা এমন কিছু যেটার জন্য যথেষ্ট ধন্যবাদ আমরা দিতে পারব না। আমরা কখনো ভাবিনি আপনারা আমাদের বাঁচাতে কোনো নিরাপত্তা ছাড়া শুধুমাত্র মানবিকতার খাতিরে ছুটে আসবেন। আমরা এটি আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত মনে রাখব।”


আরো পড়ুন : এখনো চূড়ান্ত নয় সাকিবের আইপিএল নিয়ে সিদ্ধান্ত


 

Related Articles

তামিম-মুশফিকদের মৃত্যুপুরী থেকে ফেরার এক বছর

হামলার মুখে বাংলাদেশ, ভারত পাবে কড়া নিরাপত্তা

ক্রাইস্টচার্চের সেই মসজিদেই বাংলাদেশি ক্রিকেটারদের নামাজ আদায়

“যখন স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছি, তখনই অগ্নিকান্ড”

নিউজিল্যান্ডকে নিরাপদ ভাববে বাংলাদেশ, বিশ্বাস দেশটির ক্রীড়ামন্ত্রীর