Scores

সাইফউদ্দিনের গা বাঁচানোর বিতর্ক ‘অসত্য’, জানালেন রোডস

অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে চাননি বলে চোটের ‘বাহানা’ দিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন- এমন সংবাদ প্রচার করেছিল দেশের শীর্ষস্থানীয় এক সংবাদমাধ্যম। পরবর্তীতে অন্যান্য সংবাদমাধ্যমও বিষয়টিকে নিয়ে আসে আলোচনায়।

সাইফউদ্দিনের গা বাঁচানোর বিতর্ক ‘অসত্য’, জানালেন রোডস

তবে বাংলাদেশ দলের প্রধান কোচ স্টিভ রোডস জানিয়েছেন, সাইফউদ্দিনের বিরুদ্ধে এমন অভিযোগ সত্য নয়। একইসাথে সাংবাদিকদের সচেতন হয়ে সংবাদ প্রচারের আহ্বানও জানিয়েছেন তিনি।

Also Read - আফগানিস্তানকে ভয় নয়, সমীহ করছে বাংলাদেশ


সাইফউদ্দিনের না খেলা ও বর্তমান অবস্থা সম্পর্কে জানিয়ে রোডস বলেন, ‘প্রথমত তার শারীরিক অবস্থার কথা বলব- সে ভালো আছে। তার বিশ্রাম প্রয়োজন ছিল। পিঠে সমস্যা হচ্ছিল। এ কারণেই অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেনি। এটা শারীরিক ব্যাপার- সে বল করতে পারছিল না। আমরা এমন কোনো খেলোয়াড়কে দলে নিতে পারি না, যে বলই করতে পারবে না!’

তবে ‘অহেতুক’ বিতর্কের কারণে সাইফউদ্দিন মানসিকভাবে কতটা ফিট রয়েছেন, সেই প্রশ্ন রয়েই যায়। রোডস জানান, ‘তার মানসিক অবস্থা কেমন সেটিও বেশ গুরুত্বপূর্ণ। সংবাদে যা প্রচার হয়েছে তা অসত্য।’

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘একজন খেলোয়াড়ের ব্যাপারে সত্যতা যাচাইয়ের প্রশ্ন করার আগে নিশ্চিত করুন আপনি যে তথ্য জানেন তা শতভাগ সত্য কি না। আমরা সবাই ভালো করার জন্য মুখিয়ে আছি। কোনো মিথ্যা ছড়িয়ে গেলে সেটি ক্রিকেটারদের উপর চাপ সৃষ্টি করে। বাংলাদেশের জন্য এটি ভালো বিষয় নয়।’

৬টি ম্যাচ ও এসব বিতর্ক পেছনে ফেলেও রোডসের এখনো অভিন্ন লক্ষ্য- বিশ্বকাপ জয়। ‘আমি বিশ্বকাপ জিততে মরিয়া। এটাই চ্যালেঞ্জ, এটাই সেই পাহাড় যেখানে উঠতে হবে।’– বলেন সাবেক এই ইংলিশ ক্রিকেটার।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

‘আমি সর্বদা বলি, সমর্থকরা আমাদের দ্বাদশ খেলোয়াড়’

আইসিসিকে নিশামের খোঁচা

সুপার ওভারের নিয়মে পরিবর্তন আনল আইসিসি

বিশ্বকাপ-ফাইনালের বিতর্কিত নিয়ম ‘চলবে না’ বিগ ব্যাশে!

ড্রেসিংরুমের ভেতরের কথা বাইরে না যাওয়াই ভালো: মুশফিক