Scores

সাইফউদ্দিনের শটে নেট বোলারের মাথা থেকে ঝরল রক্ত!

ডেভিড ওয়ার্নারের শটের আঘাতে নেট বোলার জয়কিশান প্লাহার মাথায় আঘাত পাওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল বাংলাদেশের প্র্যাকটিস সেশনে। উইন্ডিজের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে প্রস্তুতি নেওয়া বাংলাদেশ দলের মোহাম্মদ সাইফউদ্দিন এবার ওয়ার্নারের ভূমিকায়!

সাইফউদ্দিনের শটে নেট বোলারের মাথা থেকে ঝরল রক্ত!
বাংলাদেশের ফিজিও ও আইসিসি মেডিকেল টিমের শুশ্রূষায় উঠে দাঁড়াতে সক্ষম হন নেট বোলার রেনাল। ছবি: বিডিক্রিকটাইম

শনিবার (১৫ জুন) টনটনের কুপার এসোসিয়েট কাউন্টি গ্রাউন্ডে অনুশীলন করছিল বাংলাদেশ দল। এ সময় নেটে সাইফউদ্দিনের হাঁকান শট এসে আঘাত করে নেট বোলার রেনালের মাথায়।

কানের নিচে ঘাড়ের পাশে স্পর্শকাতর জায়গায় পাওয়া আঘাতে ফিনকি দিয়ে রক্ত ঝরতে থাকে, এতে তৎক্ষণাৎ মাঠে শুয়ে পড়েন রেনাল। বাংলাদেশ দলের ফিজিও থিহান চন্দ্রমোহন এ সময় ছুটে যান রেনালের কাছে। সাথে সাথে হাজির হয়ে যান মাঠে থাকা আইসিসি মেডিকেল টিমের সদস্যরাও। তবে মিনিট পাঁচেক প্রাথমিক চিকিৎসা পেয়ে উঠে দাঁড়ান রেনাল। এরপর চন্দ্রমোহনের সহায়তায়ই মাঠ ছেড়ে যান।

Also Read - নতুন বিতর্কে শ্রীলঙ্কা, নিষেধাজ্ঞার শঙ্কা


মাঠের পরিচর্যা শেষে রেনালকে নিয়ে যাওয়া হয় ভিআইপি গ্যালারিতে। মাটিতে শুয়ে যেতে দেখে আঘাত গুরুতর মনে হয়েছিল। ফিনকি দিয়ে রক্ত ঝরাও জাগাচ্ছিল এমন শঙ্কা। তবে সৌভাগ্যবশত প্রাথমিক চিকিৎসাতেই মোটামুটি সেরে ওঠেন রেনাল। তাই যেতে হয়নি হাসপাতালের ঝক্কিঝামেলায়।

এর আগে গত ৮ জুন অস্ট্রেলীয় ওপেনার ডেভিড ওয়ার্নারের শটে মাথায় গুরুতর আঘাত পান এক নেট বোলার। এবার সাইফউদ্দিনের ঘটনা হয়ত বিশ্বকাপের নেট বোলারদের মনে ভয়ই ধরিয়ে দেবে!

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

‘আমি সর্বদা বলি, সমর্থকরা আমাদের দ্বাদশ খেলোয়াড়’

আইসিসিকে নিশামের খোঁচা

সুপার ওভারের নিয়মে পরিবর্তন আনল আইসিসি

বিশ্বকাপ-ফাইনালের বিতর্কিত নিয়ম ‘চলবে না’ বিগ ব্যাশে!

ড্রেসিংরুমের ভেতরের কথা বাইরে না যাওয়াই ভালো: মুশফিক