Scores

সাইফের পর জহুরুলের হাফসেঞ্চুরি

কে. থিম্মাপিয়াহ মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট ২০১৯ আসরের সেমিফাইনালে জহুরুল ইসলাম ও সাইফ হাসানের ব্যাটে শুভ সূচনার দেখা পেয়েছে সফরকারী বিসিবি একাদশ। ছত্তিসগড় স্টেট ক্রিকেট সংঘের বিপক্ষে সাইফের পর হাফ-সেঞ্চুরির দেখা পেয়েছেন জহুরুলও।

 

দ্বিশতকের হাতছানি থাকলেও জহুরুল থামেন ১৫৮ রানে।

Also Read - সাইফ-জহুরুলে প্রথম সেশন বাংলাদেশের


 

৪৬ রান নিয়ে মধ্যাহ্ন ভোজের বিরতিতে যাওয়া জহুরুল দ্বিতীয় সেশনের শুরুতেই স্পর্শ করেছেন মাইলফলক। সাইফ-জহুরুলের উদ্বোধনি জুটিতে বড় সংগ্রহের পথে সফরকারীরা।

এর আগে ফাইনালে যাওয়ার লড়াইয়ে বেঙ্গালুরুর প্লাটিনাম ওভালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মুমিনুল হক। এদিন ইনিংসের গোড়াপত্তন করতে নামেন জহুরুল ইসলাম ও সাইফ হাসান। সাবধানী শুরুর সাথে রানের চাকা সচল করে খেলতে থাকেন এ দুই ব্যাটসম্যান।

আগের ম্যাচগুলোতে খোলসবন্দী থাকলেও এদিন শুরু থেকেই ছন্দে ফিরেন সাইফ। ২ চার ও ৩ ছক্কায় সফরের প্রথম হাফ-সেঞ্চুরির মুখ দেখেন তিনি। পক্ষান্তরে সাবলীল গতিতে ব্যাট করতে থাকা জহুরুল ৬ চারের সাহায্যে পূর্ণ করেন হাফ-সেঞ্চুরি।

শেষ খবর পাওয়া পর্যন্ত বিসিবি একাদশের সংগ্রহ বিনা উইকেটে ১২৬ রান। সাইফ ৭৬ ও জহুরুল এ মুহূর্তে ব্যাট করছেন ৫২ রান নিয়ে।

প্রসঙ্গত, সিরিজজুড়ে দুর্দান্ত পারফর্ম করা সাদমান ইসলাম নেই সেমিফাইনালের দলে। রিস্ট ইঞ্জুরির জন্য গুরুত্বপূর্ণ এ ম্যাচে খেলা হচ্ছে না তার।

বিসিবি একাদশ: জহুরুল ইসলাম, সাইফ হাসান, মুমিনুল হক (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, কাজী নুরুল হাসান সোহান, ইয়াসির আলি চৌধুরী, আরিফুল হক, সানজামুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, শহিদুল ইসলাম এবং এবাদত হোসেন।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

শান্ত-সাইফদের বোলিংয়ে লিড পেল বিসিবি একাদশ

প্রথম দিন শেষে স্বস্তিতে বিসিবি একাদশ

রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়লেন সাইফ

সাইফ-জহুরুলে প্রথম সেশন বাংলাদেশের

বিসিবি একাদশকে ৮৬ রানের লক্ষ্যমাত্রা দিল কেএসসিএ