সাকিবই হবেন ম্যাচের ভাগ্য নিয়ন্ত্রক?
ওভালে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ দিয়েই আজ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সূচনা হচ্ছে। র্যাংকিংয়ে ছয় নাম্বারে থাকা বাংলাদেশের পক্ষে কে হবেন আজকের ম্যাচের ত্রাতা? বড় ম্যাচের ক্রিকেটার সাকিবই কি হবেন ম্যাচের ভাগ্য নিয়ন্ত্রক?
কিছুদিন থেকেই ব্যাটে-বলে কিছু ছন্দের বাইরে সাকিব। আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে ব্যাট হাতে খুব বেশি সুবিধা করতে পারেন নি সাকিব। তিন ইনিংস মিলে করেছেন ৩৯ রান অন্যদিকে বল হাতে নিয়েছেন মাত্র ৩ উইকেট।
৩০ বছর বয়সী এই ক্রিকেটার চ্যাম্পিয়ন্স ট্রফির অনুশীলন ম্যাচগুলোতেও ছন্দে ফিরতে পারেন নি! পাকিস্তানের বিপক্ষে অনুশীলন ম্যাচে ব্যাট হাতে ২৩ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছিলেন ১ টি উইকেট। অন্যদিকে ভারতের বিপক্ষে করেছিলেন মাত্র ৭ রান, বল হাতে ছিলেন উইকেট শূন্য।
যদিও বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা এই খেলোয়াড়ের ফর্মে ফিরতে মাত্র একটি ম্যাচ দরকার। চ্যাম্পিয়ন্স ট্রফির সূচনা ম্যাচে বাংলাদেশ যদি ইংল্যান্ডকে হারাতে চায় তবে সাকিবকে জ্বলে উঠতে হবে। সাবেক ওয়েস্ট ইন্ডিজের পেস বোলার ও বর্তমান ধারাভাষ্যকর ইয়ান বিশপও বাংলাদেশকে জিতলে হলে ব্যাটে-বলে সাকিবের ভালো খেলার কথা উল্লেখ করেছেন।
Also Read - বাংলাদেশের সামনে হ্যাটট্রিকের সুযোগএকদিনের ক্রিকেটে ১৭৩ টি ইনিংসে ব্যাট করে ৪৮১৫ রান করেছেন সাকিব। পাশাপাশি বল হাতে আছে ২২৪ টি উইকেট। তবে বর্তমানে একদিনের ক্রিকেটে কিছুটা অফফর্মে থাকলেও টেস্টে দারুণ ফর্মে আছেন সাকিব। কে জানে হয়তো আজকে ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচেই ফর্মে ফিরবেন এই অল-রাউন্ডার! হবেন বাংলাদেশের জয়ের নায়ক!