Scores

সাকিবকেও চান মুমিনুল!

অনেক আলোচনার পর পাকিস্তান সফরে রাজি হয়েছিল বাংলাদেশ। পূর্ণাঙ্গ সিরিজটি বিভক্ত হয় পৃথক তিনটি সফরে। প্রথম দুই দফার সফর ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তবে এই দুই সফরের কোনোটিতেই দলের সাথে ছিলেন না মুশফিকুর রহিম।

সাকিবকেও চান মুমিনুল!

মুশফিকের না থাকার কারণ পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্ত। ঢাকা টেস্টে বাংলাদেশের ইনিংস ব্যবধানের জয়ে বড় ভূমিকা ছিল মুশফিকের দ্বি-শতকের। পাকিস্তানের মাটিতে পাকিস্তান নির্দ্বিধায় শক্ত প্রতিপক্ষ, যারা নিজেদের সামর্থ্য প্রমাণ করেছে রাওয়ালপিন্ডি টেস্টে। এপ্রিলে তৃতীয় দফা পাকিস্তান সফরে একটি ওয়ানডে ও দ্বিতীয় টেস্ট খেলবে টাইগাররা। সেই ম্যাচে দলের শক্তিমত্তা বৃদ্ধি পেতে পারে মুশফিকের উপস্থিতিতে।

Also Read - শিরোপা ধরে রাখল দক্ষিণাঞ্চল


তবে মুশফিক পাকিস্তানে যাবেন কি না- সেটাই বড় প্রশ্ন। সাফল্যের ধারাবাহিকতা রাখতে হলে মুশফিককে দলের খুব প্রয়োজন। কিন্তু পাকিস্তান সফরে মুশফিক বরাবরই অসম্মতি জানিয়েছেন।

এ নিয়ে সংবাদমাধ্যমের প্রশ্ন শুনতে হল টেস্ট অধিনায়ক মুমিনুল হককেও। মুশফিককে পাকিস্তান সফরে কতটা প্রয়োজন- সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বাংলাদেশ দলপতি টেনে এনেছেন নিষেধাজ্ঞার কবলে পড়া সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের প্রসঙ্গও।


মুমিনুল বলেন-

‘একজন অধিনায়ক হিসেবে আমি তো সবসময় চাই সাকিব ভাই পর্যন্ত আসুক। যদিও সেটা সম্ভব নয়। তবে অবশ্যই আমি মুশফিক ভাইকে পাকিস্তান সিরিজে চাই।’

মুশফিক পাকিস্তানে যাবেন কি না, এই সিদ্ধান্ত নিতে হবে নিজেকেই। তবে এ বিষয়ে মুমিনুল আর মুশফিকের মধ্যে এখনো কোনো কথা হয়নি বলে জানান অধিনায়ক, ‘আমার সাথে তো ঐ ব্যাপারে কথা হয়নি। আপনারা শুনছেন হয়ত।’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

স্থগিত করা হলো বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

ভেন্যু পরিবর্তনের সুযোগ দেখছেন না বিসিবি সভাপতি

পিসিবির কোর্টে বল ঠেলে দিল বিসিবি

বাংলাদেশের সফর নিয়ে পিসিবির ধোঁয়াশা

এবার পাকিস্তান সফর নিয়ে শঙ্কা