Scores

সাকিবকে তিনে চান না আমিনুল

আইসিসি ক্রিকেট বিশ্বকাপে দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসানকে তিন নম্বর পজিশনে দেখতে চান না সাবেক ক্রিকেট আমিনুল ইসলাম বুলবুল। ইংল্যান্ডের মত কন্ডিশন নতুন বলে যে ভালো করতে পারে তাকেই চাইছেন আমিনুল।

এখনো ফাইনালের বিবেচনায় আছেন সাকিব

দীর্ঘদিন ধরেই ওয়ানডেতে বাংলাদেশের তিন নম্বর ব্যাটিং পজিশন সমস্যায় ভুগছিল। এই পজিশনে অনেককেই চেষ্টা করা হয়েছে। তারা ব্যর্থ হওয়াতে সাকিব নিজ থেকেই এই পজিশনে ব্যাটিং করার কথা জানান। তার চাহিদা অনুযায়ী টিম ম্যানেজমেন্টও রাজি। অবশ্য নিরাশ করেননি অভিজ্ঞ সাকিব। এই পজিশনে দারুণ ফর্মে রয়েছেন সাকিব।

Also Read - "বিশ্বকাপে কন্ডিশন নয়, চাপ সামলানোই বেশি গুরুত্বপূর্ণ"


তিনে বেশ ভালোই করছেন তিনি। অনেকের ধারণা বিশ্বকাপে ভালো কিছু করতে পারবেন সাকিব। তবে বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম তাকে তিনে চাইছেন না। তার বদলি অন্য কাউকে চাচ্ছেন। তিনি বলেন সাকিবের মত ব্যাটসম্যান দ্রুত আউট হয়ে গেলে দলের জন্যই বিপদ। তাই তার আরেকটু নিচে ব্যাটিং করার পক্ষে আমিনুল।

“সাকিব আসলে তিন নম্বরে ব্যাটিং করার ব্যাটসম্যান নয়। আমি সাকিবকে আরও একটু নিচের দিকে চাই। ইংল্যান্ডের বিশ্বকাপে আমাদের অনেক বড় বড় রান তাড়া করতে হবে। সে কারণে সাকিবকে একটু নিচের দিকে দরকার পড়বে। তিন-এ নেমে ওর মতো ব্যাটসম্যান দ্রুত আউট হয়ে গেলে সেটা দলের জন্য চাপের কারণ হয়ে দাঁড়াবে।”

“মুশফিক আমাদের দলের সেরা ব্যাটসম্যান। মুশফিক চার-এর নামুক। আমি ওয়ান ডাউনে এমন একজনকে চাচ্ছি, যে ব্যাটসম্যানের নতুন বল নিয়মিত খেলার অভিজ্ঞতা আছে।”

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

সেদিন স্নায়ুচাপ সামলাতে ‘সিগারেট বিরতি’ নেন স্টোকস

বিশ্বকাপ সেরার পুরস্কার আশা করেছিলেন সাকিবও!

বিশ্বকাপের শেষ ম্যাচেই অবসর নিতে চেয়েছিলেন মাশরাফি

স্টোকসের দৃষ্টিতে কোহলির অভিযোগটা ছিল ‘উদ্ভট’

বিশ্বকাপ ব্যর্থতার দায় নিজেদের কাঁধেই নিচ্ছেন মাশরাফি-তামিম