সাকিবকে ফিরে পেয়ে কলকাতার উচ্ছ্বাস
কলকাতা নাইট রাইডার্সের হয়েই প্রথম আইপিএলে খেলেছিলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। মাঝে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেললেও ২০২১ সালের আইপিএলে ফের কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন সাকিব।
Also Read - কাড়াকাড়ি করে সাকিবকে দলে ভেড়াল কলকাতা
পুরোনো ক্রিকেটারকে দলে ফিরিয়ে উচ্ছ্বসিত কলকাতা নাইট রাইডার্সও। তাকে স্বাগত জানিয়ে ইতোমধ্যেই টুইট করেছে কলকাতা নাইট রাইডার্স। ২০১২ ও ২০১৪ সালে কলকাতা নাইট রাইডার্সের শিরোপা জিতেছিলেন সাকিব। এবার তিনি তৃতীয় আইপিএল শিরোপার স্বাদ পেতে যাচ্ছেন- এমন আশা প্রকাশ করেছে কলকাতা নাইট রাইডার্স। টুইটে তারা সাকিবকে স্বাগত জানিয়ে লিখেছে ‘স্বাগত, ময়না’। আরেকটি টুইটে লেখা হয়, “আমাদের ময়না ঘরে ফিরে আসছে।” এ নিলামে সাকিবই কলকাতার প্রথম ক্রয়।
2012 – ?
2014 – ?@Sah75official is here for Number 3⃣স্বাগত, ময়না ?#KKR #HaiTaiyaar #IPL2021 #IPLAuction2021 #AuctionAction21
— KolkataKnightRiders (@KKRiders) February 18, 2021
আমাদের ময়না ঘরে ফিরে আসছে ?#KKR #IPLAuction #IPL2021
— KolkataKnightRiders (@KKRiders) February 18, 2021
শাকিব আসছেন কলকাতা! ?#IPLAuction #IPL2021
— KolkataKnightRiders (@KKRiders) February 18, 2021
We have bought our first Knight of this #IPLAuction ??
LIVE UPDATES: https://t.co/JkjTriDSPC https://t.co/siTeO1slZ3 pic.twitter.com/ucaP7jdhuV
— KolkataKnightRiders (@KKRiders) February 18, 2021
২ কোটি রুপিতে নিলামে ওঠেন সাকিব। তাকে প্রথমেই ডাকে কলকাতা নাইট রাইডার্স, দাম হাঁকায় ২ কোটি ২০ লাখ রুপি। কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংসের মধ্যে সাকিবকে নিয়ে কিছুক্ষণ কাড়াকাড়ি চলে। শেষ পর্যন্ত ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে দলে নেয় তারই প্রাক্তন দল কলকাতা নাইট রাইডার্স।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সাকিবই সবচেয়ে বেশি আইপিএলে খেলেছেন। জাঁকজমকপূর্ণ এই টুর্নামেন্টে সাকিব খেলেছেন মোট ৬৩টি ম্যাচ। ৪৬টি ম্যাচে ব্যাটিং করার সুযোগ হয়েছে তার। ব্যাট হাতে করেছেন ৭৪৬ রান। স্ট্রাইকরেট ১২৬.৬৬। বল হাতে সাকিব ৬২ ইনিংসে শিকার করেছেন ৫৯টি উইকেট।