সাকিবকে ‘লাকি চার্ম’ মানছে কলকাতা
আইপিএলে দুইবার শিরোপা জিতেছে কলকাতা নাইট রাইডার্স। দুইটি শিরোপা জয়েই বড় অবদান ছিল বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের। সেই সাকিব আবারো খেলবেন কলকাতার জার্সিতে।
২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত কলকাতায় খেলেছেন সাকিব। ২০১২ ও ২০১৪ সালে দলকে জিতিয়েছেন শিরোপা। ২০১৭ সালে তাকে আর দলে রাখেনি ফ্র্যাঞ্চাইজিটি, এরপর আর শিরোপার দেখাও পায়নি। সাকিবকে ফিরে পেয়ে খুশি দলের অন্যতম মালিক জাহ্নবী মেহতা।
Also Read - আইপিএলের নিলাম শেষে যেমন হল '৮' দলের চূড়ান্ত স্কোয়াডবলিউড অভিনেত্রী জুহি চাওলার কন্যা জাহ্নবী বলেন-
‘আমরা যে দুইবার শিরোপা জিতেছি দুইবারই সাকিব দলের অংশ ছিল। তাই সে আমাদের জন্য অনেকটাই লাকি চার্ম। শেলডন জ্যাকসন ২০১৬-১৭ মৌসুমে ছিল, তাকে ফিরে পেয়েও ভালো লাগছে।
দল নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে জাহ্নবী আরও বলেন, ‘আমি খুবই খুশি। গত বছরও আমি এখানে ছিলাম। সেবার বড় নিলাম ছিল, দুইজন ক্রিকেটার থেকে পুরো দল গোছানো হয়েছিল। এবার সেই সুর আরও একটু সাজানো হল। শাহরুখ খান বলেছিলেন- তোমাদের মত আগাও, যাকে কিনতে চাও কিনো।’
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) আইপিএলের নিলামে সাকিবকে ৩ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয় কলকাতা। ২ কোটি রুপিতে নিলামে ওঠেন সাকিব। তাকে প্রথমেই ডাকে কলকাতা নাইট রাইডার্স, দাম হাঁকায় ২ কোটি ২০ লাখ রুপি। কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংসের মধ্যে সাকিবকে নিয়ে বেশ কিছুক্ষণ কাড়াকাড়ি চলে। শেষ পর্যন্ত ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে দলে নেয় তারই প্রাক্তন দল কলকাতা নাইট রাইডার্সই।