সাকিবদের ‘দোষ’ দেখছেন না বেয়ারস্টো
আইপিএলের জন্য টেস্ট থেকে ছুটি নিয়ে সমালোচনার মুখে পড়েছেন সাকিব আল হাসান। সাকিব ভেবেছেন, বিশ্বকাপকে সামনে রেখে আইপিএলে খেলাই তার জন্য বেশি সুবিধার হবে। তার এই ধারণার পক্ষে সুর মিলিয়েছেন ইংলিশ তারকা।

ইংলিশ ব্যাটসম্যান জনি বেয়ারস্টো মনে করেন, সাদা বলের ক্রিকেটে যারা প্রতিষ্ঠিত তাদের আইপিএল খেলা থেকে বারণ করার কোনো সুযোগ নেই। সাকিব বর্তমানে বিসিবির কোনো চুক্তিতে নেই। নিষেধাজ্ঞা কাটিয়ে ওঠার পর জানুয়ারি থেকেই তিনি চুক্তিতে থাকার কথা, তবে চুক্তির তালিকা এখনো প্রকাশ করা হয়নি।
বেয়ারস্টো মনে করেন, সাদা বলে মনোযোগী ক্রিকেটাররা চাইলে টেস্ট ক্রিকেট না খেলে আইপিএলকেই বেছে নিতে পারেন।
Also Read - বায়োবাবলের প্রটোকল ভেঙে বিপাকে ওয়াহাব-স্যামিতিনি বলেন, ‘দেখুন, এটা খেলার অংশ হয়ে দাঁড়িয়েছে। কারও আছে লাল বলের চুক্তি, কারও সাদা বলের, আবার কারও সব ফরম্যাটেই চুক্তি আছে। আমার মনে হয়, শুধু সাদা বলের চুক্তি যাদের আছে তারা আইপিএলেই যেতে চাইবে, তাদের আপনি বারণ করতে পারবেন না।’
ইংল্যান্ড দল বর্তমানে ভারত সফরে। তবে এই সফরে বারবার খেলোয়াড় পরিবর্তন করা হচ্ছে। বেয়ারস্টোর দাবি, বিশ্রামের কথা মাথায় রেখেই এই রোটেশন পলিসি।
তিনি বলেন, ‘যদি বিশ্রামের কথা বলতে হয়… যখন আপনি কাউকে ২ জানুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত ঘরের বাইরে বায়োবাবলের মধ্যে থাকতে বলবেন, তাদের কিন্তু বিশ্রামেরও দরকার হবে। এজন্যই আমাদের কোচিং স্টাফরা খেলোয়াড়দের বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’