
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সাকিব আল হাসানের নেতৃত্বগুণে মুগ্ধ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। যদিও সাকিবকে জাতীয় দলের দায়িত্ব দেওয়ার বিষয়ে কিছু বলতে নারাজ দেশের ক্রিকেটের অভিভাবক।

জুয়াড়ির প্রস্তাব পাওয়ার বিষয়ে আইসিসিকে অবহিত না করায় নিষেধাজ্ঞা পাওয়ার আগে সাকিবই ছিলেন টি-টোয়েন্টির অধিনায়ক। তার আকস্মিক নিষেধাজ্ঞায় দলের দায়িত্ব তুলে দেওয়া হয় মাহমুদউল্লাহ রিয়াদের হাতে। সাকিব নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরলেও এখনও রিয়াদের অধীনেই আছে দল।
তবে বিপিএলে সাকিব নতুন করে জানান দিলেন তার নেতৃত্বগুণ সম্পর্কে। তার নেতৃত্বে ভর করেই ফরচুন বরিশাল উঠেছিল ফাইনালে। অল্পের জন্য শিরোপা জিততে না পারলেও সাকিবের এই অধিনায়কত্ব মুগ্ধ করেছে পাপনকে।
It’s none other than Shakib Al Hasan
He wins the Player of the tournament award for the 4th time in BPL#BBPL2022 #BPLFinal pic.twitter.com/1z3qnxRCDx
— bdcrictime.com (@BDCricTime) February 18, 2022
তিনি বলেন, ‘বরিশাল যতটা শক্তিশালী দল তারচেয়েও ভালো করেছে। বরিশালের সাফল্যের পেছনে সবচেয়ে বড় কারণ সাকিবের অধিনায়কত্ব। অবিশ্বাস্য! অসাধারণ অধিনায়কত্ব ছিল।’
সাকিব যেহেতু এখন নিয়মিতই টি-টোয়েন্টি খেলছেন, তাকে তাই অনেকেই আবার দেখতে চান সংক্ষিপ্ত ফরম্যাটে জাতীয় দলের অধিনায়কের আসনে। তবে এ নিয়ে প্রশ্নের জবাবে কিছু বলতে চাননি বিসিবি সভাপতি।
তিনি বলেন, ‘এটা এখন বলার সময় না। এখন বলার প্রশ্নই ওঠে না। এখনই আরেকটা সিরিজ শুরু হচ্ছে।’
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।