Scores

সাকিবের অনুপস্থিতিতে ফায়দা লুটতে চায় জিম্বাবুয়ে

আইসিসির দেওয়া নিষেধাজ্ঞার কারণে খেলা থেকে দূরে সাকিব আল হাসান। দলের সেরা তারকাকে ছাড়াই বাংলাদেশ দলকে লড়তে হচ্ছে। সাকিবের অনুপস্থিতিতে দ্বিধাহীনভাবে কমে যায় বাংলাদেশ দলের শক্তি। আর এই সুযোগটিই কাজে লাগাতে চায় জিম্বাবুয়ে।

সাকিবের অনুপস্থিতিতে ফায়দা লুটতে চায় জিম্বাবুয়ে

জিম্বাবুয়ের অধিনায়ক চামু চিবাবা সংবাদমাধ্যমের সাথে আলাপকালে সাকিবের অনুপস্থিতিতে ফায়দা লুটার প্রয়াসই ব্যক্ত করলেন। সফরকারী দলের অধিনায়ক দক্ষ এই ক্রিকেটার ছাড়া বাংলাদেশ দলের শক্তিমত্তা কমে যাওয়ার বিষয়টি নিজেদের সুবিধা আদায়ের সুযোগ হিসেবে দেখছেন।

Also Read - ব্যর্থ সাব্বির, শুভ-সানজামুলে শিরোপা জিতল গোমতীতিনি বলেন, ‘সাকিব বাংলাদেশের দারুণ একজন ক্রিকেটার। ব্যাটিং ও বোলিং মিলিয়ে দলে সে দুইজন ক্রিকেটারের ভূমিকা রাখে। সে না থাকায় বাড়তি সুবিধা পাওয়ার আশা করছি।’

চিবাবা জানান, সিলেটে সিরিজ জয়ই জিম্বাবুয়ের লক্ষ্য। যদিও ঢাকায় একমাত্র টেস্টে টাইগারদের বিপক্ষে জিম্বাবুয়ে দাঁড়াতে পারেনি। তবুও চিবাবার প্রত্যাশা, টেস্ট হারের ক্ষত ভুলে ঘুরে দাঁড়াবে দল।

তিনি বলেন, ‘টেস্টে হেরে যাওয়ার দুঃখ ভুলতে ছেলেরা ওয়ানডে সিরিজ জিততে চায়। তবে এই জয় মোটেও সহজ নয়। জিততে হলে আমাদের সেরা পারফরম্যান্সই দেখাতে হবে।’

বাংলাদেশ সফরে এসে উচ্ছ্বাস প্রকাশ করে জিম্বাবুইয়ান অধিনায়ক বলেন, ‘বাংলাদেশে এসে আমরা উচ্ছ্বসিত। আশা করছি মাঠে আমরা ভালো পারফরম্যান্সই প্রদর্শন করতে পারব। মাঠে যেকোনো কিছুই হতে পারে। যারা ভালো খেলবে তাদেরই জয়ের সম্ভাবনা থাকবে।’

সাকিব বাংলাদেশের অসাধারণ একজন খেলোয়াড়। ব্যাটিং বোলিং মিলিয়ে তার ভূমিকা দুই খেলোয়াড়ের। সে না থাকায় বাড়তি সুবিধা পাওয়ার আশা করছি।

প্রসঙ্গত, ১ মার্চ থেকে সিলেটে শুরু হবে দুই দলের তিন ম্যাচ ওয়ানডে সিরিজ।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

আগ্রাসী ক্রিকেটের ‘হুমকি’ জিম্বাবুয়ের