Scores

সাকিবের অনুপ্রেরণায় শিশির!

গতকাল শেষটা ভালো হয়নি বাংলাদেশের। প্রত্যাশিত টার্গেট যেমন হয়নি, শেষ বিকালে চলে ক্যাচ মিসের মহড়া। টার্গেট আরো একটু বড় করতে পারতো টাইগাররা, তবে শেষে সেটা করা সম্ভব হয়নি। অস্ট্রেলিয়া ব্যাটিং এ নামলে শুরুতেই দুইটি উইকেট শিকার করে বাংলাদেশ। দিনের শেষটা আরো রোমাঞ্চকর হতো, যদি ওয়ার্নার এবং স্মিথের ক্যাচ দুইটা মিস না হতো! স্মিথ এবং ওয়ার্নারের ব্যাটিং বোঝাপড়ায় দিন শেষে স্কোর বোর্ড ভালোই হাসছিল তাদের পক্ষে হয়ে।

সাকিবের অনুপ্রেরণায় শিশির!

তবে আজকের দিনটার শুরুটাও কিন্তু ভালো হয়নি বাংলাদেশের। উপমহাদেশে প্রথম টেস্ট সেঞ্চুরি করে ফেলে ওয়ার্নার। তারপর ওয়ার্নারকে ফেরান সাকিব আল হাসান। এরপরের গল্পগুলো শুধু বাংলাদেশের বোলারদের দখলে। সাকিব এবং তাইজুল পুরো ম্যাচ নিয়ন্ত্রণের ভার যেন নিজেদের কাঁধে তুলে নিলেন। অলরাউন্ডার সাকিব আল হাসান শিকার করেন পাঁচটি উইকেট, এর আগের ইনিংসেও পাঁচটি উইকেট! সবমিলিয়ে দশটা উইকেট সাকিবের নামের পাশে, সাথে তো প্রথম ইনিংসের হাফ সেঞ্চুরি প্লাস রান আছেই!!!

Also Read - সাকিবের ঘূর্ণিতে ঢাকা টেস্ট বাংলাদেশের


সাকিবের এতো কিছু করার পিছনের অনুপ্রেরনা কিন্তু তার স্ত্রী শিশির। বাংলাদেশ জয়ের পর ম্যান অফ দ্যা ম্যাচ নেয়ার সময় উপস্থাপক থেকে অনুমতি নিয়ে বাংলাতেই কথা বলেন সাকিব আল হাসান। চোখেমুখে নিজের অন্যতম সেরা পারফরম্যান্স এবং জয়ের হাসি তো আছেই!!

শিশিরের অনুপ্রেরণার গল্পটা এবার বলা যাক। সাকিব হাসতে হাসতে বলে, ‘ছোট্ট একটি ঘটনা বলি। গতকাল রাত্রে আমার ওয়াইফের সঙ্গে বলতেছিলাম, ‘মনে হয় জিততে পারবো না। ম্যাচটা অনেক টাফ হয়ে গেল।’

আমার বউ তখন বললো, একমাত্র তুমিই আছো বাংলাদেশ কে জিতানোর জন্য।’ তাহলে বলতেই হয়, সাকিবের এতো ভালো পারফরম্যান্স উপহার দেয়ার পিছনের অনুপ্রেরণা হিসেবে তাহলে শিশির’ই আছে! সব ক্রিকেটারদের স্ত্রীদের কাছে এমনটাই অনুপ্রেরণা প্রত্যাশা করেন বাংলার ক্রিকেট ভক্তরা। তারা মনে করেন, খেলোয়াড়দের জন্য স্ত্রীদের অনুপ্রেরণা মাঠে ভালো কিছু একটা করতে দারুন ইন্সপায়ার হিসেবে কাজ করে।
সাকিব আল হাসান মাঠে উপস্থিত দর্শকদেরও ধন্যবাদ দিতে ভুলেননি। মাঠে বিপুল সংখ্যক দর্শক উপস্থিতি তাদের ভালো খেলতে উৎসাহ জুগিয়েছে এমনটাই জানান ম্যান অব দ্যা ম্যাচ হওয়া সাকিব আল হাসান।

– মাসুদ আনসারী

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

সাকিবের নিষেধাজ্ঞা নিয়ে স্ত্রী শিশিরের মন্তব্য

সাংবাদিকদের একহাত নিলেন শিশির, জানালেন সাকিব না থাকার কারণ

বিবাহবার্ষিকীতে স্ত্রীকে সাকিবের বিএমডব্লিউ উপহার

বিয়ের পর ক্রিকেট নিয়ে উদ্যম বেড়েছেঃ সাকিব

সাকিবের সাথে পাঁচ দিন