SCORE

সাকিবের কণ্ঠে সোহান-রাহীর প্রশংসা

অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের ম্লান পারফরম্যান্সের ম্যাচে আলো ছড়িয়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান এবং ডানহাতি পেসার আবু জায়েদ চৌধুরী রাহী। আর তাই দলের পরাজয়ের পরও কুড়িয়ে নিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসানের প্রশংসা।

সাকিবের-কণ্ঠে-সোহান-রাহীর-প্রশংসা
নুরুল হাসান সোহান ও আবু জায়েদ চৌধুরী রাহী।

প্রথম ইনিংসে তাসের ঘরের মত ভেঙে পড়া বাংলাদেশের ব্যাটিং লাইনআপে সোহানের অবদান নগণ্য হলেও দ্বিতীয় ইনিংসে তিনিই ছিলেন দলের সর্বোচ্চ স্কোরার। এমনকি পুরো ম্যাচে পঞ্চাশ হাঁকানো একমাত্র বাংলাদেশিও তিনি। শুধু তা-ই নয়, বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে আর কারও রানই পৌঁছায়নি সোহানের ইনিংসটির ধারেকাছে।

নিজেদের দ্বিতীয় ইনিংসে সোহানের ঐ ৭৪ বলে ৬৪ রানের ওয়ানডে মেজাজের ইনিংস বাংলাদেশকে পরাজয়ের হাত থেকে বাঁচাতে না পারলেও কমিয়েছে পরাজয়ের ব্যবধান। তা না হলে প্রথম ইনিংসের মত আরও বিবর্ণ হতে পারত টাইগারদের ইনিংস। সোহানের ব্যাটে চড়ে দলের গ্লানি মুছে না গেলেও সোহান কুড়িয়ে নিচ্ছেন প্রশংসা।

Also Read - “তিন বিভাগেই হেরে গেছি আমরা”

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান সোহানের প্রাপ্য কৃতিত্বটুকু দিতে কার্পণ্য করলেন না। সাকিব বলেন, ‘নুরুল খুব ভালো খেলেছেযেভাবে ব্যাট করেছে আজ, কৃতিত্ব ওকে দিতেই হবে।’

শুধু সোহান নন, সাকিবের কণ্ঠে স্তুতি আবু জায়েদ চৌধুরী রাহীর প্রসঙ্গেও। অভিষিক্ত এই পেসার উইন্ডিজের একমাত্র ইনিংসে শিকার করেছেন তিনটি উইকেট। ২৬ ওভার ৩ বল করে সাতটিই ছিল মেডেন। পেস বান্ধব উইকেটের সুবিধা কাজে লাগিয়ে নিজের সামর্থ্যের প্রমাণও রেখেছেন, যেখানে অন্য পেসাররা ছিলেন নিষ্প্রভ।

ভিনদেশে অভিষেক টেস্ট খেলতে নামা রাহীও তাই কুড়িয়ে নিলেন অধিনায়ক সাকিবের প্রশংসা, ‘আবু জায়েদও খুব ভালো করেছেপ্রথম টেস্ট ম্যাচ কখনোই সহজ নয়বিশেষ করে দেশের বাইরেযেভাবে সে নিজেকে মেলে ধরেছে, নিঃসন্দেহে ভবিষ্যতের জন্য আমাদের সম্ভাবনাময় একজন।’

সোহান আর রাহীর এই নৈপুন্য দ্বিতীয় টেস্টেও পেতে চাইবে বাংলাদেশ। তবে সেই সাথে দায়িত্বশীল হতে হবে দলের অন্য ক্রিকেটারদেরও!

আরও পড়ুন: হেলস বীরত্বে রুদ্ধশ্বাস জয়ে সিরিজে সমতায় ইংল্যান্ড

Related Articles

টেস্ট ক্রিকেটের কাঠিন্য মানতে নারাজ ইমরুল

বিশ্বাস অটুট রাখার তাগিদ তামিমের কণ্ঠে

“আমরা এর চেয়ে অনেক ভালো দল”

বড় পার্টনারশিপে সমাধান দেখছেন সোহান

বাংলাদেশের হতশ্রী পারফরম্যান্সে লয়েডও বিস্মিত