Scores

সাকিবের চিঠি না পড়ার অভিযোগ নিয়ে আকরামের ভাষ্য

সাক্ষাৎকারে বিসিবি কর্তাদের নিয়ে বেফাঁস মন্তব্য করেছিলেন সাকিব আল হাসান। দাবানলের মত বিতর্ক হয়ে ছড়িয়ে পড়ে সাকিবের সেই ভাষ্য। এতে জড়িয়ে ছিল ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানের নামও। সেই বিতর্ক নিয়ে অবশেষে মুখ খুলেছেন খোদ আকরাম।

বোন হারালেন আকরাম খান

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট না খেলে আইপিএল খেলতে চেয়েছেন সাকিব। বোর্ড তার সেই দাবি মেনে নিয়েছে। তবে সাকিব ফেসবুক লাইভে বলেছিলেন- আকরাম বলেছেন সাকিব টেস্ট খেলতে চান না। সাকিবের দাবি ছিল, আকরাম তার ছুটি চাওয়ার চিঠি ঠিকমত পড়েননি।

Also Read - আবারও জরিমানার শিকার কোহলির দল


রবিবার গণমাধ্যমের সাথে আলাপকালে আকরাম জানিয়েছেন, সাকিব যদি টেস্ট খেলতে চান তাহলে আইপিএলের জন্য তাকে এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) বা অনাপত্তিপত্র দেওয়ার বিষয়ে আবারও ভাববে বোর্ড।

সাকিবের ছুটি চেয়ে দেওয়া চিঠি পড়েননি, এমন অভিযোগের বিষয়ে আকরাম বলেন, ‘আমার দায়িত্ব তো শুধু সাকিবকে নিয়ে না, আমার দায়িত্ব পুরো বাংলাদেশকে নিয়ে। আমি এই দায়িত্বে অনেকদিন থেকে আছি। এখন কারও চিঠি যদি আমি ঠিকভাবে না পড়ি… আমরা শ্রীলঙ্কায় যাচ্ছি দুটি টেস্ট খেলতে, সেখানে ওয়ানডে টি-টোয়েন্টি নেই। সে তো ঐ চিঠিতে ছুটি চেয়েছে। 

সাকিবের চিঠিতে কী লেখা ছিল, সেই বিষয়ও খোলাসা করেছেন আকরাম। তিনি বলেন, ‘সাকিব চিঠিতে বলেছে- আমরা শ্রীলঙ্কায় যে সিরিজটি খেলতে যাচ্ছি সেখানে সে না খেলে আইপিএল খেলতে চায়। শ্রীলঙ্কায় কী খেলতে যাচ্ছি সেটা আপনারা জানেন, আমরা জানি, সবাই জানে। এই কথাটা উল্লেখ করা আছে। তারপরও যেহেতু নিজের মুখে বলেছে সে টেস্ট খেলতে চায়, খেলবে।’

তিনি বলেন, ‘আজকে আমরা ঐ ব্যাপারে বৈঠকে বসিনি। আজ মূলত মিটিং ছিল- আমাদের দল নিউজিল্যান্ডে খেলছে, আগামী ৬-৭ দিন ওয়ানডে ও টি-টোয়েন্টি আছে এবং চিন্তা করেছি আমাদের কোনো ব্যাপার নিয়ে যেন দলের ওপর প্রভাব না পড়ে।’

 

Related Articles

মুশফিকের ব্যাপারে ‘ইতিবাচক’, সাকিবের ব্যাপারে ‘মুখে তালা’ বিসিবির

বাড়ছে তামিম-মুশফিকদের পারিশ্রমিক

সিডন্সকে চান না ডমিঙ্গো, দ্বিধায় সিনিয়র ক্রিকেটাররাও

হেরাথের সাথে বনিবনা হয়নি বিসিবির

লুইসে অনাগ্রহ, নতুন কোচ চূড়ান্তের দ্বারপ্রান্তে বিসিবি