Scores

সাকিবের চোখে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ৫টি ম্যাচ

বাংলাদেশ দলের ম্যাচ জয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখা মানুষটার নাম নিঃসন্দেহে সাকিব আল হাসান। সাম্প্রতিক সময়ে দলের জয়ের ম্যাচ সেরার বেশির ভাগ পুরস্কার তার হাতে ওঠাও সেই প্রমাণ। দলের প্রাণভোমরা সাকিবের কাছে জয়ী ম্যাচগুলোর ভেতরেও তার কাছে প্রিয় ও গুরুত্বপূর্ণ কিছু ম্যাচ আছে। সেখান থেকে পাঁচটি ম্যাচের কথা জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

আগামী বিশ্বকাপে সাকিবই থাকবেন অধিনায়ক

ডয়চে ভেলের অনুষ্ঠানে সরাসরি আলোচনায় এসে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন সাকিব। উপস্থাপকের প্রশ্নের উত্তরে জানিয়েছেন তার নিজের কাছে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ পাঁচটি ম্যাচ কোনগুলো।

Also Read - নিষেধাজ্ঞায় বিসিবি সভাপতির 'ভূমিকা' নিয়ে গুঞ্জন, সাকিবের জবাব


সাকিবের ভাষায়, ‘২০০৭ বিশ্বকাপে ভারতকে হারানোর ম্যাচটা গুরুত্বপূর্ণ ছিল। ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানো অনেক বড় পাওয়া। এছাড়া ব্যক্তিগতভাবে দেখলে ২০০৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের ম্যাচটা। খুবই কঠিন একটা মুহূর্তে ছিলাম আমরা তখন। ওই ম্যাচটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। এছাড়া এই বিশ্বকাপে (২০১৯) ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার সাথে এই ম্যাচ দুইটাও। এখন আপাতত যেগুলো মনে আসলো সেগুলোর ভেতরে আর কী!’

২০০৭ সালে বিশ্বকাপে প্রথমবারের মতো ভারতকে পরাজিত করে বাংলাদেশ। তখন দলের তরুণ ক্রিকেটার সাকিব অর্ধশতক করে ভূমিকা রেখেছিলেন দলের জয়ে। সাকিবও বলেছেন, এই জয়টা বাংলাদেশ ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ ছিল। এছাড়া ২০১১ বিশ্বকাপে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ। সে ম্যাচের অধিনায়ক ছিলেন সাকিব। এই জয়টিও সাকিবের কাছে বিশেষ।


২০০৯ সালে ঘরের মাঠে শ্রীলঙ্কাকে ৫ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করেছিল বাংলাদেশ। এই ম্যাচটি সাকিবের কাছে ব্যক্তিগতভাবেও গুরুত্বপূর্ণ। মোহাম্মদ আশরাফুলের অধিনায়কত্বে খেলেছিলেন সাকিবরা। এই বাঁহাতি ব্যাটসম্যান করেছিলেন ৬৯ বলে অপরাজিত ৯২ রান।

গত বছর (২০১৯) ইংল্যান্ডের মাটিতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। ম্যাচটিতে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন সাকিব। তার ব্যাট থেকে এসেছিল ৭৫ রান এবং বল হাতে নিয়েছিলেন একটি উইকেট।

বিশ্বকাপেরই আরেকটা ম্যাচ তার কাছে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন সাকিব। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটিতে শতক হাঁকিয়েছেন তিনি। অপরাজিত ছিলেন ৯৯ বলে ১২৪ রান করে। এছাড়া বাঁহাতি স্পিনে শিকার করেছিলেন দুইটি উইকেট।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

মুশফিক-মুমিনুলদের সঙ্গী হচ্ছেন কারস্টেন

শনিবার থেকে অনুশীলন, কোয়ারেন্টিন শেষে ফিরবেন তামিম

বিপিএলের পারিশ্রমিক ঠিকমত পরিশোধ না করার অভিযোগ ফিকার

সাব্বির একটু রগচটা, তবে অনেক আবেগপ্রবণ : অর্পা

বিয়ে ক্রিকেটে নেতিবাচক প্রভাব ফেলে না : শান্ত