সাকিবের চোট নিয়ে যা বলছেন বিসিবি চিকিৎসক দেবাশীষ
অনাহূত এক চোটে বাংলাদেশ দলকে দুশ্চিন্তায় ফেলেছেন সাকিব আল হাসান। বুধবার (১৫ মে) আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্যাট করার সময় মাংসপেশিতে ব্যথা পান তিনি। রাতভর সাইড স্ট্রেইনের গুঞ্জন উঠলেও বৃহস্পতিবার জানা গেছে, সাকিবের এই চোটকে সাইড স্ট্রেইন হিসেবে চিহ্নিত করহে না টিম ম্যানেজমেন্ট।
সাকিবের এই চোট নিয়ে বিসিবি চিকিৎসক কী ভাবছেন? বোর্ডের বিশ্বস্ত চিকিৎসক দেবাশীষ চৌধুরী ঢাকায় থাকায় চোট আক্রান্ত সাকিবকে কাছ থেকে দেখেননি। তবে ফিজিও থিহান চন্দ্রমোহনের মুখ থেকে শোনে তারও দাবি, সাকিবের এই চোট গুরুতর নয়।
Also Read - এখনো ফাইনালের বিবেচনায় আছেন সাকিব
বিডিক্রিকটাইমকে দেবাশীষ বলেন, ‘দুপুরে দলের সঙ্গে কথা বলেছি। আমার প্রশ্ন ছিল কালকের ম্যাচ থেকে ছিটকে পড়েছে কি না। দল বলল- ছিটকে পড়েনি, তবে তাকে পর্যবেক্ষণে রেখেছে। আজকে রাত দেখে কাল সকালে সিদ্ধান্ত নেওয়া হবে।’
সাইড স্ট্রেইন কি না এ ব্যাপারে দেবাশীষ নিশ্চিত না হলেও সাইড স্ট্রেইন হয়ে থাকলে তা থেকে সেরে উঠতে যে বেশ সময় লাগবে তাও জানিয়েছেন।
তার দাবি, ‘সাইড স্ট্রেইন কি না তা এখনো নিশ্চিত না। দল বলছে সাইড স্ট্রেইন না। ওরা বলছে মাসল ইনজুরি আছে, কিন্তু সেটা সাইড স্ট্রেইন পর্যায়ে যায়নি। সাইড স্ট্রেইন কিন্তু স্পেসিফিক একটা ইনজুরি। এটা হলে ভালো হতে বেশ সময় লাগে, ২-৩ সপ্তাহ লেগে যায়।’
তিনি জানান, চোট পাওয়ার পর থেকে বিশ্রামে আছেন সাকিব, ফাইনালের আগের দিন দলের সাথে তাই অনুশীলনও করতে পারেননি।
দেবাশীষ আরও বলেন, ‘আমরা যেসব কথা বলছি তা ফিজিওর বরাত দিয়ে। ফিজিওর ভাষ্য হচ্ছে- একদিনে সে কিছু বলতে পারব না। আঘাত লাগলে ১-২ দিন সময় দিতে হয়।’
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।