Scores

সাকিবের জন্য অধীর আগ্রহে বসে আছি : পাপন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, সাকিবের প্রত্যাবর্তনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি। জুয়াড়ির ম্যাচ গড়াপেটার প্রস্তাব লুকানোর অভিযোগে সাকিবের এক বছরের নিষেধাজ্ঞা শেষ হবে আগামী ২৯ অক্টোবর। 

সাকিবের জন্য অধীর আগ্রহে বসে আছি : পাপন

সাকবের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার সময় বাংলাদেশ দল শ্রীলঙ্কা সফরে ব্যস্ত থাকবে। নিষেধাজ্ঞা পরবর্তী সফরের অংশে সাকিব খেলবেন কি না এ নিয়ে এখনো রয়েছে ধোঁয়াশা। সাকিবের সাথে ইতোমধ্যে আলোচনা হয়েছে বোর্ড সভাপতির। যদিও কী নিয়ে আলোচনা হয়েছে, তা জানাতে চাননি পাপন।

Also Read - আবারও ভারতীয় ক্রিকেটে ফেরার প্রস্তাব পেয়েছেন যুবরাজ


গণমাধ্যমকে তিনি বলেন, ‘তার সঙ্গে কী কথা হলো এটা বলবো না। শুধু এটাই বলবো- সাকিবের নিষেধাজ্ঞা যখনই, যেদিনই উঠে যাবে তার পরই সে আমাদের সাথে খেলতে পারবে। সে যখন মুক্ত হবে তখন থেকেই সে খেলতে পারবে। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই।’

দলের সেরা ক্রিকেটারের দলে ফেরায় বাধা থাকবে না, এই স্বাভাবিক। পাপনের কণ্ঠেও পরিস্কার, সাকিবকে পেতে কতটা মরিয়া হয়ে আছেন সবাই।

পাপন জানান, ‘আমরা অধীর আগ্রহে বসে আছি সে কবে আসবে। কিন্তু এটার সঙ্গে তার ফিটনেস এবং অন্য জিনিসগুলো জড়িত। তার প্রস্তুতিরও একটা ব্যাপার আছে। সেজন্য ও ওর মতো করে অনুশীলন করবে। এখন তো আমাদের সঙ্গে করতে পারছে না। নিষেধাজ্ঞার কারণে সে আমাদের কারো সঙ্গে অনুশীলন করতে পারবে না। সে তাই একটু অন্য চিন্তা ভাবনা করেছে।’

বোর্ড সভাপতি জানিয়েছেন, আগস্টেই দেশে এসে ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন শুরু করবেন সাকিব। ফিটনেস ঠিক থাকলে শ্রীলঙ্কা সফরেও সাকিবকে পাওয়ার প্রত্যাশা পাপনের, ‘আমার সঙ্গে কথা বলেছে। এই মাসের শেষেই চলে আসবে। অনুশীলন করবে এবং আশা করছি সে ফিট থাকবে এবং আমাদের সাথে শ্রীলঙ্কায় যোগ দিতে পারবে এবং খেলতে পারবে।’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

মাশরাফির অবদানকে খাটো করে দেখার সুযোগ নেই : পাপন

মাশরাফি কেন অবসর নেননি, প্রশ্ন পাপনের

সাকিবকে তিন ফরম্যাটের অধিনায়ক করার পরিকল্পনা নেই বিসিবির

‘এই অবস্থায় টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা সম্ভব নয়’

শ্রীলঙ্কার এলপিএল আয়োজনের সামর্থ্য নিয়ে সন্দিহান পাপন