Scores

নতুন দল হায়দরাবাদে সাকিবের সতীর্থ যারা

আইপিএল ২০১৬ এর বিজয়ী মুস্তাফিজুর রহমান এর সাবেক দল এবার ধরে রাখে নি মুস্তাফিজকে। ডেভিড ওয়ার্নার আর ভুবনেশ্বর কুমার বাদে সবাইকে ছেড়ে দেয় দলটি। এমনকি কেন উইলিয়ামসন এর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেয়া শিখর ধাওয়ানকেও কেন উইলিয়ামসন এর সাথে নিলামে ছেড়ে দেয় তারা। এছাড়া যুবরাজ সিংকেও ছেড়ে দেয় হায়দরাবাদ।

কিন্তু নিলাম থেকে তারা রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে ঠিকই দলে নিয়ে নেয় শিখর ধাওয়ানকে। এছাড়া আরেক দেশি ক্রিকেটার দিপক হুদাকেও এইভাবেই নিজেদের তাবু থেকে যেতে দেয় নি দলটি।  কিন্তু এই সুবিধা ছাড়াই কেন উইলিয়ামসনকে দলে টেনেছে।

Also Read - মুস্তাফিজের মুম্বাই দলে সতীর্থ যারা


নিলাম থেকে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দুই কোটি রুপির বিনিময়ে দলে ভিড়িয়েছে দলটি। সাকিব আল হাসান সাত বছর কলকাতার হয়ে খেলে দুইবার জয়ের মুকুট পড়েন। এছাড়া সাকিবের কেকেআর সতীর্থ মানিস পান্ডে ও ইউসুফ পাঠানকেও স্কোয়াডে নিয়েছে হায়দরাবাদ। কিন্তু নেয় নি গত দুই বছর তাদের দলে থাকা আরেক বাংলাদেশি মুস্তাকে।

অন্যান্য প্লেয়ারদের মধ্যে রাইট  টু ম্যাচ কার্ড ব্যবহার করে লেগ স্পিনার রাশিদ খানকে আবারও নিজেদের ডেরায় নিয়ে এসেছে তারা।

এক নজরে সানরাইজার্স হায়দরাবাদ স্কোয়াডঃ

দেশিঃ

ভুবনেশ্বর কুমার ( রিটেইন্ড ) , শিখর ধাওয়ান ( ৫.২ কোটি ) , মানিস পান্ডে ( ১১ কোটি ) , ইউসুফ পাঠান ( ১.৯ কোটি ) , ঋদ্ধিমান সাহা ( ৫ কোটি ) , রিকি ভুই ( ২০ লাখ ) , দিপক হুদা ( ৩.৬ কোটি ) , সিদ্ধার্থ কৌল ( ৩.৮ কোটি ) , টি নাতারঞ্জন ( ৪০ লাখ ) , বাসিল থাম্পি ( ৯৫ লাখ ) , সৈয়দ খলিল আহমেদ ( ৩ কোটি ) , সন্দীপ শর্মা ( তিন কোটি ) , শচীন বেবি ( ২০ লাখ ) , বিলি স্ট্যানল্যাক ( ৫০ লাখ ), তন্ময় আগারওয়াল ( ২০ লাখ ) , শ্রীভাস্ত গোস্বামী ( এক কোটি ) , বিপুল শর্মা ( ২০ লাখ ) , মেহদি হাসান ( ২০ লাখ  )

বিদেশিঃ

ডেভিড ওয়ার্নার ( রিটেইন্ড ) , সাকিব আল হাসান ( ২ কোটি ) , কেন উইলিয়ামসন ( ৩ কোটি ) , কার্লোস ব্র্যাথওয়েট ( ২ কোটি ) , রাশিদ খান ( ৯ কোটি ) , মোহাম্মদ নবী ( ১ কোটি ) , ক্রিস জর্ডান (১ কোটি)

 

আরো পড়ুনঃ

পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ এ জিতল ইংল্যান্ড

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

আইপিএলে জুয়ার সঙ্গে জড়িত আরবাজ খান!

প্রেসিডেন্টের পরেই স্থান রশিদের!

‘টি-টোয়েন্টি হটাও, টেস্টে মনোযোগ দাও’

পারফরম্যান্স বিবেচনায় সাকিবের মূল্য প্রায় ৯ কোটি!

“আরেক ওভার করলে তো ম্যাচ ওখানেই শেষ!”