
আন্দ্রে রাসেল চোটে পড়ায় কলকাতা নাইট রাইডার্স ভরসা করেছে সাকিব আল হাসানের ওপর। টানা ৯ ম্যাচে একাদশে না থাকলেও খেলার সুযোগ পেয়ে সাকিব দলকে প্লে-অফে তুলতে বড় ভূমিকা রেখেছেন। রাসেল পুরোপুরি ফিট না হলে প্লে-অফেও সাকিবকে একাদশে দেখতে চান দলটির সাবেক অধিনায়ক গৌতম গম্ভীর।

ভারতের সাবেক এই সুপারস্টার আইপিএল ক্যারিয়ারের বড় সময় কাটিয়েছেন কলকাতার জার্সিতে। অধিনায়ক হিসেবে আইপিএলের দুটি শিরোপা জিতিয়েছেন শাহরুখ খানের দলকে। দুবারই দলে ছিলেন সাকিব।
Hit 💜 if you never stopped believing#KKR #AmiKKR #KorboLorboJeetbo #আমিKKR #IPL2021 pic.twitter.com/2HlCtSdkZB
— KolkataKnightRiders (@KKRiders) October 8, 2021
সাকিবের দক্ষতা বা সামর্থ্য সম্পর্কে তাই ভালোই জানা আছে গম্ভীরের। রাসেল একাদশে ফিরলে সাকিবকে একাদশের বাইরে রাখার বিষয়টি কয়েকদিন ধরেই আলোচনায় ছিল। বিষয়টি পছন্দ হচ্ছে না গম্ভীরের। সাকিবকে তিনি চান রাসেল থাকলেও, যদি না রাসেল বোলিং করার মত পুরোপুরি ফিট না হয়ে ওঠেন।
ইএসপিএনক্রিকইনফোকে গম্ভীর বলেন, ‘রাসেল যদি বল না করে তাহলে দলের জন্য পুরোপুরি কার্যকরী হল না। সাকিবের দোষটা কোথায়? আমার মতে, রাসেল ফিট থাকলে এবং ব্যাটিং বোলিং দুই-ই করতে পারলে তাকে নেওয়া যায়। তবে সে যদি শুধু ব্যাটিং করে এবং বোলিং করতে না পারে, তাহলে আমি সাকিবকেই বেছে নিব। কারণ ব্যাঙ্গালোরের মত দলের ব্যাটিং লাইনআপের বিরুদ্ধে আপনার ষষ্ঠ বোলারেরও প্রয়োজন আছে।’
আরও পড়ুন : দাপুটে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করল বাংলাদেশ
শারজায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে খেলতে হতে পারে কলকাতাকে। এলিমিনেটর ম্যাচে গম্ভীরের চাওয়া, বোলিংয়ের পূর্ণ শক্তি নিয়ে খেলুক দল।

তিনি বলেন, ‘চার-পাঁচজন বোলার নিয়ে আর নিতিশ রানা ও ভেঙ্কাটেশ আইয়ারের পার্ট টাইম বোলিং নিয়ে আপনি খেলতে পারবেন না। অন্তত প্লে-অফের এমন একটি ম্যাচে।’
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।