Scores

‘সাকিবের বুদ্ধি, যোগ্যতা ও মেধা প্রচুর’

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টির গত দুই আসরে একই দলের হয়ে ছিলেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান ও খালেদ মাহমুদ সুজন। একজন দলের অধিনায়ক এবং আরেকজন দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন। গত আসরে ঢাকা ডায়নামাইটস শিরোপা জিতলেও এবারের আসরে শিরোপার কাছাকাছি গিয়েও জেতা হলো না ডায়নামাইটসের।

‘সাকিবের বুদ্ধি, যোগ্য ও মেধা প্রচুর’

দুই বছর একই দলের হয়ে কাজ করায় দু’জনের বোঝাপড়াটাও দারুণ। ঘরোয়া ক্রিকেটে একই দলের পাশাপাশি জাতীয় দলেও সাকিবকে অনেক কাছ থেকে দেখেছেন দলের বর্তমান টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তাছাড়াও দলের কোচ না থাকাতে প্রধান কোচ না হলেও টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব পেয়েছেন সুজন।

Also Read - মুশফিকই বাংলাদেশের মূল ব্যাটিং স্তম্ভ, দাবি সুজনের


এছাড়াও টি-টোয়েন্টির পাশাপাশি এবার টেস্ট দলের দায়িত্বও পেয়েছেন সাকিব আল হাসান। তাই আসন্ন সিরিজে আবারো একই সঙ্গে কাজ করবেন উভয়ই। এক সাক্ষাৎকারে দলের সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে নিজের সম্পর্কের কথা উঠে আসলে, সাকিবের সঙ্গে আলাপ-আলোচনায় খুব একটা সমস্যা হয়না জানিয়েছিলেন দলের এই বর্তমান টিম ডিরেক্টর।

“সাকিবকে গত দুই বিপিএলে খুব কাছ থেকে দেখেছি। ২০১৬ ও ২০১৭‘র বিপিএলে আমি আর সাকিব এক দলে, একসাথে কাজ করেছি। একসাথে বসে অনেক আলাপ করেছি। লক্ষ্য-পরিকল্পনা এঁটেছি। গেম প্ল্যান তৈরি করেছি। বেশিরভাগ সময়ই দেখা গেছে আমাদের ভাবনা মিলে গেছে। আমরা দুজন এক রকম চিন্তাই করেছি। অনেক ধারনাই মিলে যায় দু’জনের। আবার যখন চিন্তা দু’রকম হয়, তখনো খুব সমস্যা হয় না।”

ক্রিকেটার হিসেবে সাকিব অনেক বুদ্ধিমান ও মেধাসম্পন্ন সেটি নতুন কিছু নয়। বল হাতে নিজের বুদ্ধি নিয়ে বোকা বানিয়েছেন অনেকবারই। এবার সেটি নিজ থেকে জানালেন খালেদ মাহমুদ সুজন। এছাড়াও জানান, কোচের সঙ্গে মতের অমিল হলে, সেটিও মানিয়ে নিতে পারেন এই অভিজ্ঞ অল-রাউন্ডার।

“সাকিব খুবই বুদ্ধিমান, সার্ট, নলেজেবল ক্রিকেটার। তার মেধা, যোগ্যতা এবং বুদ্ধি প্রচুর। পরিবেশ-পরিস্থিতি নিয়ন্ত্রণ ক্ষমতাও যথেষ্ঠ। আমাকে বেশ সম্মান করে। কখনো কোচের সাথে যদি মতের অমিল হয়, সে মানিয়ে নিতে পারে।”

আরও পড়ুনঃ ‘মুশফিক অনেক স্মার্ট, বুদ্ধিমান ছেলে’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ছোটবেলা থেকে সুজন ভাইয়ের স্টাইলে বল করতাম : সৌম্য

সবার বিরোধিতা করে তাসকিনকে দলে নিয়েছিলাম : সুজন

কৃতজ্ঞচিত্তে সুজনের অবদান স্মরণ রিয়াদের

সুজনকে খেলোয়াড় হিসাবে ‘মূল্য’ দিতেন না হোয়াটমোর

আকরামের কাছে সুজনের নামে নালিশ দেন ওয়াসিম