Scores

সাকিবের মতো হতে চান মিনহাজুর

চারদিনের টেস্ট ম্যাচে ইংল্যান্ড যুবদলকে গুড়িয়ে দেয়ার মূল কারিগর ছিলেন বাংলাদেশ যুব দলের স্পিনার মিনহাজুর রহমান। তার ইচ্ছা ভবিষ্যতে সাকিব আল হাসানের মতোই দেশকে উজাড় করে দেয়ার।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

মাত্র ২৮ রানের বিনিময়ে ৬ উইকেট তুলে নিয়ে পাদপ্রদীপে চলে আসেন মিনহাজুর। তবে শুধু যুব দলেই নয়, ভবিষ্যতে এরকম পারফর্ম করতে চান জাতীয় দলের হয়েও। অনূর্ধ্ব-১৬ পর্যায়ে নির্বাচিত হওয়ার পরই তিনি ঠিক করেছিলেন ক্রিকেটেই ক্যারিয়ার গড়তে চান। এখন আরো বড় স্বপ্ন দেখেন মিনহাজুর।

ক্রিকেট ক্যারিয়ার নিয়ে কী স্বপ্ন দেখেন এই প্রশ্নে তার উত্তর ছিল, “বাংলাদেশের একজন ক্রিকেটারের জাতীয় দলে খেলার চেয়ে বড় স্বপ্ন আর কী হতে পারে। এই স্বপ্নের পেছনেই দৌড়াচ্ছি।”

Also Read - টি-টোয়েন্টির জন্য নির্বাচকদের ভাবনায় রাব্বি!


 

কোন ক্রিকেটারকে আদর্শ মানেন এই প্রশ্নের জবাবে এই তরুণ বাঁহাতি স্পিনার বলেন, “দুজন। সাকিব ভাই ও রঙ্গনা হেরাথ। দুজনকে দেখেই খুব অনুপ্রাণিত হই। হেরাথের বয়সকে হার মানিয়ে বোলিং করে যাওয়া এবং সাফল্য পাওয়াটা আমাকে খুব অনুপ্রাণিত করত। সাকিব ভাইও অনুপ্রেরণার, হতে চাই তাঁর মতোই। আইপিএল, সিপিএল থেকে শুরু করে সব জায়গায় ওনার (সাকিব আল হাসান) যেমন চাহিদা, সে রকম একজন চাহিদাসম্পন্ন ক্রিকেটার হিসেবেই নিজেকে গড়ে তুলতে চাই।”

 

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

ঢাকাতেই বেড়ে ওঠা এই তরুণ ‘ও লেভেল’- এর পড়া শেষ করেছে। সে পড়তো বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়ালে। অনূর্ধ্ব-১৬ বয়সভিত্তিক দলে প্রথম ডাক পায়। খেলেছে অনূর্ধ্ব-১৬ ও ১৭ দলে। এরপর ধাপে ধাপে এসেছে অনূর্ধ্ব-১৯ দলে। গত বছর প্রথম বিভাগ ক্রিকেটে খেলেছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের হয়ে।

এর আগেও ইনিংসে ৭ উইকেট পেয়েছেন মিনহাজুর। তবে তবে সেটি কোনো স্বীকৃত ম্যাচ ছিল না। সেটি ছিল অনূর্ধ্ব-১৬ পর্যায়ের এক দিনের ট্রায়াল ম্যাচ। যার সঙ্গে যুব টেস্ট ম্যাচে ৬ উইকেট নেওয়ার কোনো তুলনাই চলে না বলে জানান তিনি।

প্রসঙ্গত, আগামী ১৫ ফেব্রুয়ারি (শুক্রবার) ইংল্যান্ড যুব দলের বিপক্ষে দ্বিতীয় চার দিনের টেস্ট ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ যুব দল।

Related Articles

এখনই বাংলাদেশে আসা হচ্ছে না পাকিস্তানের

মিরপুরে অনূর্ধ্ব-১৯ বোলারদের নিয়ে ‘বিশেষায়িত’ ক্যাম্প

অনূর্ধ্ব-১৯ দলের প্রস্তুতি ম্যাচে সবুজ দলের কষ্টার্জিত জয়

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার সজীবের আত্মহত্যা

ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল