সাকিবের মত ক্রিকেটার সুযোগ না পেলে খারাপ লাগে: লক্ষণ
চলতি আইপিএলে এখন পর্যন্ত সাফল্য নেই সাকিব আল হাসানের। আসরে দলকে প্রথম উইকেট এনে দেওয়া ক্রিকেটার ডাগআউটে বসেই দেখছেন দলের খেলা। প্রথম ম্যাচের পর যে আর একাদশেই সুযোগ পাননি!
চোট কাটিয়ে আইপিএল দিয়েই মাঠে ফেরা সাকিবের জন্য একাদশে সুযোগ না পাওয়া নিশ্চয়ই সুখকর বিষয় নয়। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারকে দলে ভিড়িয়ে তাকে একাদশে সুযোগ দিতে না পেরে সাকিবের মত হতাশ দলও। সানরাইজার্স হায়দরাবাদের প্রধান কোচ ভিভিএস লক্ষণ জানিয়েছেন, সাকিবকে একাদশে রাখতে না পারায় ‘খারাপ লাগে’ তার।
Also Read - গ্রিনিজের কাছে বাংলাদেশ ‘বাড়ির বাইরে আরেক বাড়ি’
সম্প্রতি একটি ভারতীয় টেলিভিশন চ্যানেলের অতিথি হিসেবে একটু অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয় ভিভিএস লক্ষণ, সাকিব আল হাসান ও বিজয় শঙ্করকে। সেখানে উপস্থাপক সাকিবের দলে সুযোগ না পাওয়ার প্রসঙ্গ তুললে লক্ষণ বলেন, ‘যখন সাকিবের মতো খেলোয়াড় সুযোগ পায় না তখন অবশ্যই খারাপ লাগে! তবে এই টুর্নামেন্টের নিয়মই হলো- আপনি চারজন বিদেশি খেলাতে পারবেন। দেশি ক্রিকেটারদের বেশি সুযোগের জন্য এমন নিয়ম।’
তবে সাকিব, কিংবা দলে সুযোগ না পাওয়া কোনো ক্রিকেটারই এ নিয়ে মন খারাপ করেন না বলে জানালেন লক্ষণ। তিনি বলেন, ‘আমাদের দলের পরিবেশ এমন- সবাই অনেক উপভোগ করে, সবাই দলের জন্য কিছু করতে চায়। কিন্তু আমাদের দলটা সাজাতে হয় নিয়ম অনুযায়ী। এখন কেউ যদি সুযোগ না পেয়ে মন খারাপ করে থাকে, তাহলে সেটা দলের পরিবেশ নষ্ট করে। আমাদের দলে এমনটা একদমই নেই। সানরাইজার্সের জন্য এটা বড় ভাগ্যের বিষয়।’
হায়দরাবাদের বিদেশি ক্রিকেটাররা রয়েছেন ভালো ফর্মে। তাদের একাদশে সুযোগ না দিয়ে সাকিবকে জায়গা দেওয়া অবশ্যই সহজ কাজ নয়। তবে কি আর একাদশে সুযোগ হবে সাকিবের? লক্ষণ বললেন, ‘অবশ্যই। আমাদের দলের জন্য সাকিব অনেক গুরুত্বপূর্ণ ক্রিকেটার। শুধু আমাদের দল না, বাংলাদেশের জন্যও সাকিব অনেক গুরুত্বপূর্ণ ক্রিকেটার। আমি অনেক গর্বিত ওর সাথে কাজ করতে পেরে।’